বাংলার তৈরি ই-রিকশা যাচ্ছে পশ্চিম আফ্রিকায়

Must read

সুমন করাতি, হুগলি:  বাংলার ই-রিকশা (E-Rickshaw- West Africa) পাড়ি দিচ্ছে আফ্রিকা। হুগলির সুগন্ধায় তৈরি ই-রিকশা চলবে ঘানার রাস্তায়। হুগলি মোটরস বাংলারই এক ক্ষুদ্র শিল্প। পোলবার সুগন্ধায় দিল্লি রোডের ধারে কারখানায় শ’ দুয়েক লোক কাজ করেন। সেই কারখানাতেই তৈরি ই-রিকশা ঘানায় রফতানি হচ্ছে। আজই কনটেনার ভরে খিদিরপুর ডক থেকে ঘানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে ই-রিকশা। সংস্থার কর্ণধার শেখ নাসিরুদ্দিন জানান, বর্তমান সময়ে ব্যাটারি চালিত পরিবেশবান্ধব গাড়ির চাহিদা প্রচুর। তেলের দাম বেড়ে যাওয়ায় গাড়ির চাহিদা বেড়েছে। এর বাজারও খুলেছে বিদেশে। মাস দুয়েক আগে ঘানার মাদিনার সংস্থা গোল্ডেন ওয়েবের প্রতিনিধিরা হুগলি কারখানা দেখতে আসেন। তাঁরা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যবসায়িক চুক্তি করেন। তাঁরা জানান, আগে চিন থেকে ই-রিকশা (E-Rickshaw- West Africa) নিতেন কিন্তু তাদের গুণগত মান খারাপ হওয়ায় এবার ভারত থেকে ই-রিকশা আমদানি করতে চান তাঁরা। সেইমতো এক কনটেনার ই-রিকশা ও ই-কার্ড পাঠানো হচ্ছে। নাসিরুদ্দিন বলেন, এর আগে নেপালে ই-রিকশা রফতানি করা হয়েছে। ভারতের প্রায় সব রাজ্যে তাঁদের তৈরি গাড়ি চলছে। আগামিদিনে ই-রিকশা অন্যান্য দেশে বিক্রি করতে পারলে বিদেশি মুদ্রা যেমন আসবে আরও বেশি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। করাখানার কর্ণধার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কান্ডারি। আমাদের প্রচেষ্টায় নিশ্চয়ই তিনি পাশে দাঁড়াবেন।

আরও পড়ুন- খোলা হয়েছে কন্ট্রোল রুম, পর্যটকদের ফেরাতে ব্যবস্থা, সিকিমে আটকে রায়গঞ্জের ২ যুবক

Latest article