খোলা হয়েছে কন্ট্রোল রুম, পর্যটকদের ফেরাতে ব্যবস্থা, সিকিমে আটকে রায়গঞ্জের ২ যুবক

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : বিপর্যস্ত সিকিমে (Sikkim Flood) আটকে বাংলার বহু পর্যটক। এর মধ্যে রয়েছেন রায়গঞ্জের দুই যুবকও। পরিবারসূত্রে জানা গিয়েছে, স্বর্ণদ্বীপ মজুমদার ও তাঁর জ্যাঠতুতো দাদা শ্রীকান্ত মজুমদার গত ৩০ সেপ্টেম্বর রায়গঞ্জ থেকে বাইকে করে সিকিমের উদ্দেশ্যে রওনা দেন। রাঁচির এক যুবকও ছিলেন তাঁদের দলে। এরমধ্যেই চরম প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় সিকিমে। মঙ্গলবার রাত ১০টা নাগাদ পরিবারের সঙ্গে শেষ কথা হয় স্বর্ণদ্বীপ ও শ্রীকান্তের। এরপর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি তাঁদের সঙ্গে। সুইচড অফ মোবাইল ফোনও। মঙ্গলবার সিকিমের (Sikkim Flood) লাচেনে ছিলেন এই দুই যুবক। বুধবার তাঁদের যাওয়ার কথা ছিল জিরো পয়েন্টে। কিন্তু এই মুহূর্তে লাচেনের পরিস্থিতি ভয়াবহ। স্বাভাবিক কারণেই চরম উদ্বেগে রয়েছে নিখোঁজ দুই যুবকের পরিবার। অন্যদিকে কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকায় কাজে গিয়ে নিখোঁজ বলে জানা গিয়েছে ইসলামপুরের রামগঞ্জের শাস্ত্রীপাড়া এলাকার এক যুবক। তাঁর নাম কমল সরকার। বুধবার বিকেলের পর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ নেই। এতে গভীর দুশ্চিন্তায় রয়েছেন তাঁর পরিবারের লোকেরা। কমল সরকার এক ঠিকাদারের অধীনে কাঠমিস্ত্রির কাজ করতে সেখানে গিয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে তিস্তায় জলোচ্ছ্বাস ও সিকিমে দুর্যোগ। কন্ট্রোল রুম চালু করল রায়গঞ্জ মহকুমা প্রশাসন। রায়গঞ্জ মহকুমার কোনও বাসিন্দা আটকে থাকলে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের জন্য খোলা হল কন্ট্রোল রুম। জেলা কন্ট্রোল রুমের নম্বর ০৩৫২৩-২৪৬১৫৩। দুর্যোগে আটকে পড়া বাসিন্দাদের জেলার কন্ট্রোল রুম নম্বরে যোগাযোগের আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন- বন্যা পরিস্থিতি একাধিক জেলায়, পাশে প্রশাসন

Latest article