প্রতিবেদন : উত্তর সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে কম করে ৪৮ জন নিখোঁজ। এর মধ্যে ২৩ জন সেনাকর্মী। সেনাকর্মীদের মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও ২২ জন এখনও নিখোঁজ। ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকপ্রকাশ করে বলেছেন, সিকিমকে সবরকমভাবে সাহায্য করবে বাংলা। উত্তরের প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দলকেও নামানো হয়েছে পরিস্থিতি সামাল দিতে। মঙ্গলবার গভীর রাতে মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি হয় লেক লুনকেতে। চুংথাং বাঁধেও পাটল ধরে।
আরও পড়ুন-শেষ বিশ্বকাপ, রোহিতেরই ট্রফি, ঘোষণা করে দিলেন সৌরভ
ভাঙে কংক্রিটের সেতু, ধসে যায় জাতীয় সড়ক। বাংলার তিস্তার ব্যারেজেও চলে আসে প্রচুর জলের চাপ। যে কারণে উত্তরের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নিঁখোজ সেনারা ত্রিশক্তি ট্রুপের। নাগারে বৃষ্টি তিস্তার বিপুল খরস্রোত, বিভিন্ন জায়গায় রাস্তা ও সড়ক ধসে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। সিকিমে আটকে পড়া বাংলার প্রায় ২ হাজার পর্যটককেও ফিরিয়ে আনতেও তৎপর বাংলার প্রশাসন।