অ্যাডভেঞ্চারের নেশা কেড়ে নিল ৫টি তরতাজা যুবকের প্রাণ। নিখোঁজ আরও এক। উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে প্রাণটাই খোয়াতে হয়েছে কালীঘাটের শুভায়ন দাস সহ সৌরভ ঘোষ, তনুময় তিওয়ারি, বিকাশ মাকাল, রিচার্ড মণ্ডলের। আজ, সোমবার সকালে উত্তরাখণ্ড থেকে তাঁর কফিনবন্দি দেহ ফিরেছে দমদম বিমানবন্দরে। তাঁদের আরেক সঙ্গী সুখেন মাজি এখনও নিখোঁজ। বিমানবন্দিরে হাজির ছিল বিধাননগর পুলিশ। ছিলেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বিডিও। শুভায়ন ছাড়া বাকি চারজনই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা।
আরও পড়ুন-আজ ঘোষণা হতে পারে নতুন দুই দল
এদিন সকাল ৮টা ১৫ নাগাদ দমদম বিমানবন্দরে নামে ইন্ডিগোর 6C2346 বিমানটি। তাতে ছিল তিনজনের দেহ। এরপর সকাল ১০টায় বাকি ২ জনের দেহ আনা হয়। কালো কফিনবন্দি ৫ টি দেহ একসঙ্গেই বেরিয়ে আসে বিমানবন্দর থেকে। বিমানবন্দরে হাজির ছিলেন নিহতদের পরিবারের সদস্যরা। প্রয়োজনীয় নথি দেখিয়ে নিথর দেহ নিয়ে ফেরেন বাড়ির উদ্দেশে।
চলতি অক্টোবরের প্রথম সপ্তাহে উত্তরাখণ্ডের দুর্গম পার্বত্য এলাকা ট্রেকিংয়ে গিয়েছিলেন বাংলার ৬ জন অভিযাত্রী। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পাঁচজনেরই মৃত্যু হয়। একজন এখনও নিখোঁজ সুখেন মাজি।