আজ ঘোষণা হতে পারে নতুন দুই দল

Must read

দুবাই, ২৪ অক্টোবর: আইপিএলে নতুন দু’টি ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানা কে বা কারা পাবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। সোমবার দুবাইয়ে দরপত্র খোলা হবে। সেখানে অংশ নেওয়ার কথা আবেদনকারী সংস্থার প্রতিনিধিদের। নথিপত্র পরীক্ষার পর সোমবারই নতুন দুই ফ্র্যাঞ্চাইজি মালিকদের নাম ঘোষণা করা হবে কি না, তা রবিবার স্পষ্ট করেনি বিসিসিআই। ভারতীয় বোর্ড কর্তারা আশা করছেন, নতুন দুই ফ্র্যাঞ্চাইজি বিক্রি হতে পারে ৭ থেকে ১০ হাজার কোটি টাকায়।

আরও পড়ুন-জিটিএ নির্বাচন দাবি অনীতের

মোট ২২টি সংস্থা দরপত্র তুলেছে। তাদের মধ্যে মাত্র পাঁচ থেকে ছ’টি সংস্থা দল কেনার ব্যাপারে সব থেকে বেশি উৎসাহী বলে বোর্ড সূত্রে জানা গিয়েছে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি দলের বেস প্রাইস দু’হাজার কোটি টাকা। রবিবার পর্যন্ত গুজরাতের আদানি গ্রুপ ও বাংলার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ নতুন দুই ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়ার দৌড়ে এগিয়ে আছে বলে জানা যাচ্ছে। লড়াইয়ে আছে কোটাক গ্রুপ ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অরবিন্দ ফার্মা। বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন লড়াইয়ে পিছিয়ে রয়েছেন।

তবে আরপিএসজি নিজেরাই থাকবে নাকি দুই বা তিনটি সংস্থার সঙ্গে কনসোর্টিয়ামে থেকে দল কিনবে, সেটা পরিষ্কার নয়। যদিও আগে পুণে সুপারজায়ান্ট দলের মালিকানা সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার হাতে থাকায় অভিজ্ঞতায় এগিয়ে আরপিএসজি

Latest article