প্রতিবেদন : রাজ্য রাজনীতিতে সম্পর্ক যাই থাকুক, লোকসভা ভোটে ক্ষেত্রে বিজেপি বিরোধী জোট রক্ষার স্বার্থই অগ্রাধিকার পাওয়া উচিত। আর এই লক্ষ্যে বাংলায় সিপিএম-কংগ্রেসের উচিৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করা। কারণ এই রাজ্যে তিনিই বিজেপি বিরোধী প্রধান শক্তি ও সবচেয়ে বিশ্বাসযোগ্য মুখ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে সাক্ষাৎ করে বললেন এনসিপি নেতা শারদ পাওয়ার। কংগ্রেসকে তাঁর পরামর্শ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মেনে নিতে বলুন প্রদেশ নেতৃত্বকে। প্রয়োজনে আমি পশ্চিমবঙ্গে গিয়ে ব্যক্তিগতভাবে সিপিএম ও প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে কথা বলব।
আরও পড়ুন-রাজা নবকৃষ্ণ দেব
শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সঙ্গে দেখা করে বলেন এনসিপি প্রধান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইন্ডিয়া জোট। মোদিকে গদিচ্যুত করতে কোথাও কোনও খামতি রাখতে চাইছে না বিরোধী শিবির। বৃহস্পতিবার জাতীয় কর্মসমিতির বৈঠকে জোটের ভবিষ্যৎ নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে শরদ পাওয়ার জানান, একের বিরুদ্ধে এক প্রার্থী দিতে হবে। তবেই বিজেপিকে পরাজিত করা সম্ভব। যেখানে জোট করে লড়াইয়ে সমস্যা রয়েছে সেই রাজ্যে আমি গিয়ে শরিকদের সঙ্গে আলোচনা করবে। যাতে গোটা দেশেই বিজেপির বিরুদ্ধে একজনই প্রার্থী থাকে। এরপরই শুক্রবার রাহুল ও খাড়্গের সঙ্গে দেখা করে বাংলায় ইন্ডিয়া জোটের রণকৌশল ব্যখ্যা করে পাওয়ার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা প্রশ্নাতীত। গত লোকসভা ও বিধানসভা ভোটে তা প্রমাণিত হয়েছে। এই পরিস্থিতিতে মমতার বিরুদ্ধে বাম ও কংগ্রেস লড়াই করলে মানুষের কাছে নেতিবাচক বার্তা যাবে। এটা হতে দেওয়া যাবে না।