বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমেই হাজার পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর উদ্বোধন কলকাতা থেকে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শেষ নয়, শহরতলিতে যান তৃণমূল সুপ্রিমো

Must read

রাজ্যজুড়ে দুর্গাপুজো (Durgapuja) পালিত হতে আর মাত্র কয়েকটা দিন। সময় খুবই কম। এই অবস্থায় পায়ে চোটের জেরে বেশ কয়েকদিন ধরে বাড়ি থেকে কাজ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুস্থ হতে তাঁর আরও কিছুদিন সময় লাগবে। আগামী ১২ অক্টোবর কালীঘাটের বাড়ি থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক করবেন। শুধু তাই নয়, সেদিন বিকেলে ভার্চুয়াল মাধ্যমে জেলার পুজোর উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-তৃণমূলনেত্রীর নেতৃত্বে বাংলায় লড়ুক ‘ইন্ডিয়া’, খাড়্গেকে প্রস্তাব পাওয়ারের

সাধারণত মহালয়ার পর থেকে দুর্গাপুজোর উদ্বোধন কলকাতা থেকে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শেষ নয়, শহরতলিতে যান তৃণমূল সুপ্রিমো। কিছু দুর্গাপুজোয় তিনি সশরীরে যাবেন যদিও। তবে সেগুলি কলকাতার। গত বছর ভার্চুয়াল মাধ্যমে জেলার প্রায় সাড়ে ৮০০ দুর্গাপুজো উদ্বোধন করেছিলেন তিনি। এবার সংখ্যাটা হাজারের হয়ে যাবে বলে নবান্ন সূত্রে খবর। তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কলকাতার পুজোগুলির উদ্বোধন কতগুলি তিনি সশরীরে করবেন এবং কতগুলি ভার্চুয়াল মাধ্যমে করবেন সেই নিয়ে চিন্তায় দুর্গাপুজোর উদ্যোক্তারা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বাড়িতেই বিশ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের কর্তারা এবার কালীঘাটের বাড়ি থেকেই প্রথম পর্যায়ের দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েই কাজ এগোচ্ছেন।

আরও পড়ুন-ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার পরই যান-চলাচল নিয়ন্ত্রণ

প্রথম পর্যায়ে মূলত জেলার দুর্গাপুজোগুলির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার এই বছর ‘বিশ্ববাংলা শারদ সম্মান’ শীর্ষক নিয়মাবলী ঘোষণা করেছেন। বিস্তারিত জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এই বছরও সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা, সেরা মণ্ডপ, সেরা পরিবেশ, সেরা সমাজ সচেতনতা–সহ একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হবে।

Latest article