দুঃস্থ শ্রমিক পরিবারের পাশে তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। বছর তিনেকের শিশুর বোন ম্যারো প্রতিস্থাপনে আর্থিক সাহায্যের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে টাকার আবেদন জানান নুসরত। অবশেষে সেই টাকা জোগাড় করে তা ওই শ্রমিকের পরিবারের হাতে তুলে দিলেন।
প্রাণ বাঁচাতে চিকিৎসকরা শিশুর বোন ম্যারো প্রতিস্থাপনের কথা বলেছিলেন। তিন বছরের ওই শিশুর চিকিৎসার জন্য প্রয়োজন ছিল কয়েক লক্ষ টাকা। এই খরচ জোগাড় করা সম্ভব ছিল না ওই শ্রমিক। শেষে সাংসদ নুসরত জাহানের দ্বারস্থ হন শ্রমিক ও তাঁর পরিবার। সন্দেশখালি নুসরতের (Nusrat Jahan) সংসদীয় এলাকার মধ্যেই পড়ে। অসুস্থ শিশুর কথা জানতে পেরেই প্রধানমন্ত্রীর দফতরে চিঠি লেখেন তিনি। আর্থিক সাহায্যও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন-অভিষেকদের সঙ্গে বৈঠক রাজ্যপালের, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রকে জানানোর আশ্বাস বোসের
নুসরত নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ” আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, যে কারও সাহায্য করতে পারছি। ছোট একটি শিশুর প্রাণ বাঁচল। ঈশ্বর সকলকে শক্তি দিন, যাতে একে-অপরের সাহায্য করতে পারি।” প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের তরফে দেওয়া হয়েছে ৩ লক্ষ টাকা। আগামী ১০ অক্টোবর বেঙ্গালুরুতে শিশুটির অস্ত্রোপচার হবে বলে জানা গিয়েছে।