লাদাখের (Ladakh) মাউন্ট কুনে ভয়াবহ তুষারধসের (Avalanche) ঘটনায় চাঞ্চল্য। সেনা প্রশিক্ষণ স্কুলে (Army training school) এই তুষারধস নামে বলে খবর। ৪০ জন জওয়ান তুষারধসের কবলে পড়েন। জানা গিয়েছে, তুষার চাপা পড়ে এক সেনা- জওয়ানের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৩ জন। তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।
আরও পড়ুন-শুরুটা একটু উদ্ভট ধরনের হয়েছিল, বললেন বিরাট
লাদাখের মাউন্ট কুনের কাছে আছে ভারতীয় সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র, হাই আলটিটিউট ওয়ারফেয়ার স্কুল (HAWS)। আর্মি অ্যাডভেঞ্চার উইং সেখানেই রয়েছে।
এই বিষয়ে এক সেনা আধিকারিক জানান, দুর্ভাগ্যবশত প্রশিক্ষণ চলাকালীন তুষারধস নামে। ৪ জওয়ান ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে গিয়েছেন। ধ্বংসাবশেষ সরিয়ে একজনের দেহ উদ্ধার হয়। বাকিদের যদিও এখনো খোঁজ পাওয়া যায়নি। সেনাবাহিনী তাদের তল্লাশি চালাচ্ছে। খারাপ আবহাওয়া ও অতিরিক্ত তুষার-স্তূপের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।
আরও পড়ুন-দিনের কবিতা
হিমালয়-অধ্যুষিত হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসের জেরে একপ্রকার বিধ্বস্ত। শুধু তাই নয়, হিমবাহ ফেটে উত্তর-পূর্বে হিমালয়ের কোলের রাজ্য সিকিমে বন্যা ভয়াবহ আকার নিয়েছে। প্রায় ৮০ জনের মৃত্যু হয়। হিমালয়ের পাদদেশ-সংলগ্ন রাজ্যগুলির এই বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন সরকার।