শুরুটা একটু উদ্ভট ধরনের হয়েছিল, বললেন বিরাট

এমনকী রাহুলের কাছে তিনি জানতে চাইলেন, তুমি যখন ব্যাট করতে এলে, তখনও পরিস্থিতি ভাল ছিল না। তোমাকে প্যাড ঠিক করতে করতে নামতে হল।

Must read

নয়াদিল্লি, ৯ অক্টোবর : শুরুটা তাঁর কিছুটা উদ্ভট মনে হল। কে এল রাহুলের সঙ্গে আলাপচারিতায় সোজাসুজি স্বীকার করে নিলেন বিরাট কোহলি।
এমনকী রাহুলের কাছে তিনি জানতে চাইলেন, তুমি যখন ব্যাট করতে এলে, তখনও পরিস্থিতি ভাল ছিল না। তোমাকে প্যাড ঠিক করতে করতে নামতে হল। সত্যি কথা বলতে শুরুটা একটু উদ্ভটই হয়েছিল।

আরও পড়ুন-‘মহা-বিদ্রোহী রণ ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত’ এক্সে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

বিসিসিআই টিভিতে মুখোমুখি বসেছিলেন তাঁরা। যা পোস্ট হয়েছে এক্স হ্যান্ডলে। সেখানে বিরাটের কথা শুনে রাহুলও বললেন, আমিও এটা ভাবিনি। অনেক সময় বল কিছু করলে তাড়াতাড়ি উইকেট যায়। কিন্তু এখানে সেটা হয়নি। যখনই বসলাম তো ঈশান আউট হল। আমাকে দৌড়ে গিয়ে প্যাডের টেপ লাগাতে হল।

আরও পড়ুন-দশমীতে অরন্ধন পালিত হয় বন্দ্যোপাধ্যায় পরিবারে

বিরাট এবার বললেন, তাঁদের এশিয়া কাপেও পার্টনারশিপ হয়েছে। কিন্তু এটা স্পেশ্যাল। ৫০ রান ওঠার পর তাঁরা কথা বলেন। এনার্জি সুরক্ষিত রাখছিলেন। রাহুল বিরাটকে বলেন, এবার তিনি নিজের মাঠে খেলবেন। বিরাট জানান, প্রথম নির্বাচন থেকে শুরু করে অনেক স্মৃতি এই মাঠে। এখন নিজের নামে প্যাভিলিয়ন। যেখানে শুরু করেছিলেন, সেখানেই ফেরা বিরাটের জন্য দারুণ।

Latest article