সেবায়েতদের জন্য আগেই পোশাকবিধি (dresscode) চালু থাকলেও পুরীর (Puri) জগন্নাথধামে (Jagannathdham) দর্শনার্থীদের জন্য ছিল না কোন নিয়ম। কিন্তু এবার নিয়ম লাগু করা হবে বলেই খবর। যে কোনও পোশাকে প্রবেশ করা যাবে নাআর মন্দিরে। বিধি অনুসারে আর টর্ন জিন্স, বারমুডা, স্লিভলেস পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
আরও পড়ুন-‘সত্যের সামনে দাঁড়াতে ভয়’ ফের এক্সে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তবে এখনই এই নির্দেশ কার্যকর হচ্ছে না। সূত্রের খবর, নতুন বছর থেকে এই নিয়ম চালু করা হবে। সোমবার পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির একটি বৈঠক হয়। তারপরই ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে ভক্তদের জন্য পোশাক বিধি জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) প্রধান রঞ্জন কুমার দাস এই বিষয়ে জানান, ‘মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যবশত, অনেককে অন্যের ধর্মের ভাবাবেগের পাত্তা না দিয়েই মন্দিরে প্রবেশ করেন।’
আরও পড়ুন-লাদাখে তুষারধসে মৃত ১ জওয়ান, নিখোঁজ ৩
তিনি আরও বলেন, ‘অনেককে দেখা যায়, ছেঁড়া জিন্স প্যান্ট, স্লিভলেস ড্রেস এবং হাফ প্যান্টের মতো পোশাকে যেমন সমুদ্র সৈকত বা পার্কে হাঁটাচলা করেন, তেমন ভাবেই মন্দিরে প্রবেশ করেন। মন্দির হল ঈশ্বরের বাসস্থান, বিনোদনের জায়গা নয়।’ তিনি স্পষ্ট করেই বুঝিয়ে দেন শাড়ি, সালোয়ার কামিজের মতো পোশাক পরে মন্দিরে প্রবেশ করতে হবে। কেবল ১২ বছরের নীচে শিশুরা হাফ প্যান্ট পরে মন্দিরে প্রবেশ করতে পারবে। ২০২৪-এর ১লা জানুয়ারি থেকেই জগন্নাথ মন্দিরে এই পোশাকবিধি চালু হবে বলেও জানান তিনি।