চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি শুভমন গিল, কমল প্লেটলেট

ডেঙ্গির (Dengue) ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা হয়নি তাঁর।

Must read

ডেঙ্গির (Dengue) ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলা হয়নি তাঁর। শুরুর ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতার মধ্যেই শুভমন গিল (Shubhman Gill) কবে ফিট হবেন, তা নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সোমবারই বোর্ডের তরফে বলা হয়েছে, দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না শুভমন। শারীরিক অবস্থা ভালো নয়। প্লেটলেট কাউন্ট কমায় চেন্নাইয়ের কাবেরি হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভমনকে।

আরও পড়ুন-পোশাকবিধি চালু হচ্ছে পুরীর জগন্নাথধামে

প্লেটলেট কাউন্ট কমে যেতেই কোনরকম ঝুঁকি নেওয়া হয়নি। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন ডাক্তার রিজওয়ান খান । খুব তাড়াতাড়ি প্লেটলেট কাউন্ট বেড়ে যাবে তাঁর মনে করা হচ্ছে। কিন্তু দুর্বলতা কাটতে সময় লাগবে। যদি পরিস্থিতির উন্নতি হয়, তবে টিমের সঙ্গে আমেদাবাদে যোগ দেবেন তিনি। না হলে চেন্নাইয়েই থেকে যাবেন তিনি।

আরও পড়ুন-লাদাখে তুষারধসে মৃত ১ জওয়ান, নিখোঁজ ৩

প্রসঙ্গত, শুভমন ওয়ান ফর্ম্যাটে এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন। ২০টা ওয়ান ডে খেলে ১২৩০ রান করেছেন। তাই বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁকে পেতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট মরিয়া হয়ে উঠেছে। কিন্তু ডেঙ্গির কারণে ঝুকি নেওয়া যাচ্ছে না কোনমতেই। সবমিলিয়ে পরিস্থিতি বেশ ঘোরালো সেই বিষয়ে সন্দেহ নেই।

Latest article