‘বাংলার রাজ্যপালের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা’ ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, সোমবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু নিয়ে বৈঠক হয় রাজ্যপালের।

Must read

সোমবার রাতে দিল্লিতে এসে আজ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল (Governor) সিভি আনন্দ বোস (CV Anand Bose)। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ শাহের সঙ্গে দেখা করতে তাঁর অফিসে যান তিনি। জানা গিয়েছে সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন রাজ্যপাল। বেলা ১২টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূল প্রতিনিধি দলের দাবি নিয়েই রাজ্যপাল কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মনে করা হচ্ছে। তবে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্ব রাজ্যপালকে যে অভিযোগ করেছেন, তার সমাধান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করার সম্ভাবনা কম। বিষয়টি তাঁর মন্ত্রকের অধীনে নয়।

আরও পড়ুন-চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি শুভমন গিল, কমল প্লেটলেট

উল্লেখ্য, সোমবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু নিয়ে বৈঠক হয় রাজ্যপালের। তার পরে সন্ধ্যাবেলা দিল্লি রওনা দেন তিনি। আর পর দিন সকালে শাহের দফতরে তাঁর সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন-পোশাকবিধি চালু হচ্ছে পুরীর জগন্নাথধামে

এই অবস্থায় ৯ই অক্টোবর রাজ্যপালের তরফে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে জানানো হয় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনা করবেন। এর পরিপ্রেক্ষিতে অভিষেক এক্স হ্যান্ডেলে রাজ্যপালকে ধন্য়বাদজ্ঞাপন করে লেখেন, ‘বাংলার রাজ্যপালের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। বাংলার জনগণের কল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যাটি অবিলম্বে সমাধান করার ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য। বিশেষত, #MGNREGA-এর অধীনে বঞ্চিত বাংলার ২১ লক্ষর বেশি মানুষের ন্যায্য অধিকারের জন্য তার দ্রুত হস্তক্ষেপ প্রশংসনীয় ।’

 

 

Latest article