মঙ্গলবার কাকভোরে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের আলশিফোরা এলাকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ শুরু হয় জঙ্গিদের। কাশ্মীর পুলিশের তরফে বলা হয়েছে যে ওই এলাকায় অনেকদিন ধরে জঙ্গিরা লুকিয়ে ছিল। এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি। মৃত দুই জঙ্গি (2 LeT terrorists killed) মোরিফৎ মকবুল এবং জাজিম ফারুক ওরফে আবরার লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত ছিল বলে দাবি নিরাপত্তারক্ষীদের।
আরও পড়ুন- ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃত্যু ছাড়ালো ৪০০০!
ফেব্রয়ারিতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় কাশ্মীরি পণ্ডিত সঞ্জয় শর্মাকে খুন করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে এই দুই জঙ্গির (2 LeT terrorists killed) হাত ছিল বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার ভোররাতে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযানে নামে। সেনা-পুলিশের উপস্থিতি টের পেয়েই জঙ্গিরা গোপন ডেরা থেকে গুলি ছুঁড়তে শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। দু-পক্ষের গুলির লড়াই চলার সময়ই ২ জঙ্গির মৃত্যু হয়। এই গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত সেনা বা পুলিশকর্মীর হতাহতের খবর নেই। তবে সোপিয়ানে অভিযান এখনও থামেনি। নিরাপত্তারক্ষীরা আরও জঙ্গির খোঁজে তল্লাশি চালাচ্ছে। জানা যাচ্ছে আরও কিছু জঙ্গি আলশিপোরা এলাকায় রয়েছে।