আদানি নয় দেশের সবচেয়ে ধনীর তকমা পেলেন আম্বানি

Must read

হু হু করে সম্পত্তির পরিমাণ কমল গৌতম আদানির। আদানির সম্পত্তির পরিমাণ একাধাক্কায় প্রায় ৫৭ শতাংশ কমে গেল। অন্যদিকে সম্পত্তির খতিয়ানে আদানিকে পিছনে ফেলে এগিয়ে গেলেন মুকেশ আম্বানি।
‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ (Hurun India Rich List 2023) অনুযায়ী বিশ্বের ধনকুবেরদের তালিকার শীর্ষ স্থানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। মঙ্গলবার প্রকাশিত নতুন তালিকায় এমনটাই জানা গিয়েছে। ২০১৪ সালে আম্বানির সম্পত্তির পরিমাণ ছিল ১ লক্ষ ৬৫ হাজার ১০০ কোটি টাকা। সেই সম্পত্তির পরিমাণ বেরে ২০২৩ সালে হয়েছে ৮ লক্ষ ৮ হাজার ৭০০ কোটি টাকা যা গত বছরের তুলনায় বেড়েছে ২ শতাংশ। এদিকে আদানির সম্পত্তি ৫৭ শতাংশ কমে ৪ লক্ষ ৭৪ হাজার ৮০০ কোটি টাকাতে ঠেকেছে।

‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ (Hurun India Rich List 2023) অনুযায়ী তালিকার তৃতীয় স্থানে রয়েছেন সাইরাস এস পুণেওয়ালা। তাঁদের সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার লেনদেন বেড়ে হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৫০০ কোটি টাকা যা গত বছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি। চার নম্বরে রয়েছে শিব নাদর। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ২ লক্ষ ২৮ হাজার ৯০০ কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছে লন্ডনের গোপীচাঁদ হিন্দুজা। তাদের সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৭৬ হাজার ৫০০ কোটি টাকা। ষষ্ঠ স্থানে রয়েছেন সান ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান দিলীপ সাংভি। যার সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৬৪ হাজার ৩০০ কোটি। সপ্তম স্থানে রয়েছেন এল এন মিত্তাল। অষ্টমে রাধাকৃষ্ণান দামানি এবং তাঁর পরিবার। নবম স্থানে কুমার মাঙ্গালাম বিড়লা এবং তাঁর পরিবার। এবং দশম স্থানে রয়েছেন নীরজ বাজাজ এবং তাঁর পরিবার।

আরও পড়ুন-ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃত্যু ছাড়ালো ৪০০০!

Latest article