দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ধৃত আপ সাংসদ সঞ্জয় সিংয়ের (AAP MP Sanjay Singh) ইডি হেফাজতের মেয়াদ বাড়ালো আদালত। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত হেফাজতের নির্দেশ দিলেন দিল্লির রোজ অ্যাভিনিউ বিশেষ ইডি আদালতের বিচারক এমকে নাগপাল।
আরও পড়ুন- আদানি নয় দেশের সবচেয়ে ধনীর তকমা পেলেন আম্বানি
চব্বিশের লোকসভা ভোটের আগে বিরোধী রাজনৈতিক দলগুলির উপর চাপ বাড়াতে মোদি সরকারের হাতিয়ার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি। যে কোনও ভোটের মুখে তদন্তের নামে সিবিআই-ইডির ‘রাজনৈতিক তৎপরতা’ দেখতে এখন অভ্যস্ত দেশবাসী। এই চিত্রনাট্যের ধারা বজায় রেখেই ৪ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দিল্লির আবগারি নীতি বদলের জন্য বেআইনি অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার ফের তদন্তের স্বার্থে সঞ্জয় সিংকে (AAP MP Sanjay Singh) হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় ইডির তরফে। সেই আবেদন মেনে বিচারক নাগপাল ইডি হেফাজতের মেয়াদ আরও তিন দিন বাড়ানোর নির্দেশ দেন। আবগারি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।