ইজরায়েলে আটকে হুগলির ৩ গবেষক

Must read

সংবাদদাতা, হুগলি : ইজরায়েলে যুদ্ধে (Israel War) আটকে এক হুগলির বাঙালি গবেষক এবং উত্তরপাড়ার এক গবেষক দম্পতি। দুশ্চিন্তায় দুই পরিবার। ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ে স্নায়ুবিজ্ঞান (নিউরো সায়েন্স) অ্যালজাইমার রোগ নিয়ে গবেষণা করছেন সৌরভ কুমার। গত দেড় বছর তিনি ইজরায়েলের বাণিজ্য নগরী তেল আভিভে আছেন। কিন্তু এরকম পরিস্থিতি তৈরি হয়নি। যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েলে আতঙ্কে রয়েছেন সৌরভের মতো অনেক ভারতীয়। সৌরভের বাড়ি হুগলির ধনিয়াখালির ভাণ্ডারহাটিতে। উত্তরপাড়ায় তাঁর পরিবার রয়েছে। স্ত্রী অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া প্যারী মোহন কলেজের ফিজিওলজির অধ্যাপক। তাঁদের সাত মাসের মেয়ের নাম অর্না। অনিন্দিতা জানান খুবই দুশ্চিন্তায় আছেন। পুজোর আগে বাড়ি ফেরার কথা ছিল সৌরভের। ১৬ তারিখ বিমানের টিকিট কাটা আছে। যুদ্ধ বেধে যাওয়ায় এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি ইজরায়েলের (Israel War) হাইফা শহরে থাকেন উত্তরপাড়ার গবেষক দম্পতি। সোমোদয় হাজরা তাঁর স্ত্রী জয়িতা দত্ত হাজরা ও তাঁদের তিন বছরের মেয়ে সিন্ধুরাকে নিয়ে চিন্তিত সোমোদয়ের মা-বাবা। সোমোদয়ের বাবা প্রাক্তন অধ্যাপক উদয়শঙ্কর হাজরা মা গৃহবধূ সোমা হাজরা। দু’সপ্তাহ আগে ছেলের কাছ থেকে ফিরেছেন। সেসময় যুদ্ধের কিছু ছিল না। হাইফা শহরে এখনও যুদ্ধের আঁচ লাগেনি। তবে স্কুল-কলেজ সব বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সোমোদয়দের বিশ্ববিদ্যালয় খোলা আছে। সেখানে গবেষণার কাজ চলছে। স্নায়ুতন্ত্র বিষয়ে গবেষণা করেন স্বামী-স্ত্রী। সোমোদয় ইজরায়েল থেকে ভিডিও কলে জানান, সাইরেন বাজলে বাঙ্কারে ঢুকে যেতে বলা হয়েছে। বাহাত্তর ঘণ্টার জন্য জল, খাবার, পোশাক মজুত করে রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন- চিনা দূতাবাসে হুড়মুড়িয়ে ঢুকল গাড়ি, গুলিতে হত ১

Latest article