বিদায় নিচ্ছে বৃষ্টি, বাংলার বুকে এখন শরতের আমেজ

Must read

প্রতিবেদন : রাতের দিকে হালকা শীতের ঝলকানি মিলছে, যদিও সকাল হতে সে সব উধাও। বৃষ্টির পাকাপাকিভাবে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই ফিরেছে আর্দ্রতা জড়িত অস্বস্তি। রৌদ্রজ্জ্বল আকাশ জানিয়ে দিচ্ছে আপাতত বর্ষার মেঘলা আবহাওয়ার কোনও সম্ভাবনাই নেই। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বুধবারের পর থেকে জলীয় বাষ্প অনেকটাই কমে যাবে। তবে মঙ্গলবার সকাল থেকে যেভাবে চওড়া রোদ উঠেছে (West Bengal- Autumn) তাতে ঘর্মাক্ত দক্ষিণ বঙ্গবাসী। বিহার, ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। আপাতত পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আগামী ২৪ ঘণ্টায় পার্বত্য এলাকা এবং জলপাইগুড়ি ও কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝে কয়েক দিন রাতের দিকে হালকা হিমেল ভাব থাকলেও সোমবারে যথেষ্ট অস্বস্তির মধ্যেই রাত কাটাতে হয়েছে বাঙালিকে। তবে শরতের (West Bengal- Autumn) মেঘ যে পরিষ্কার দেখা যাচ্ছে তা নিশ্চিত করছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

আরও পড়ুন- ভাল আছেন অমর্ত্য সেন

Latest article