ভাল আছেন অমর্ত্য সেন

Must read

প্রচলিত এক বিশ্বাস- জীবিত মানুষের মৃত্যুর খবর ছড়ালে তাঁর আয়ু বেড়ে যায়। চিরাচরিত সেই বিশ্বাসে ভর করেই বাবার মৃত্যুর ভুয়ো খবর প্রসঙ্গে নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) বড় কন্যা অন্তরা দেবসেনের মন্তব্য, বাবার আয়ু বাড়ল।
মঙ্গলবার বিকেলে আচমকা নোবেল জয়ী অর্থনীতিবিদ বাংলা তথা বাঙালির গর্ব অমর্ত‍্য সেনের (Amartya Sen) মৃত‍্যুর ভুয়ো খবরে শোরগোল পড়ে যায়। অমর্ত্যর-ই ছাত্রী সদ্য নোবেল জয়ী অর্থনীতিবিদ ক্লাডিয়া গোলডিন এক্স হ্যান্ডেলে জানান, “মর্মান্তিক! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত। সেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমেও। খবরটি প্রথমেই অস্বীকার করেন অমর্ত‍্য সেনের সুহৃদ গীতিকণ্ঠ মজুমদার। তিনি বলেন, “জেলাশাসকের কাছে মুখ‍্যমন্ত্রী খোঁজ নেন। বিষয়টি জানার পরেই আমি ওনার মেয়েকে ফোন করে জানতে পারি, অধ‍্যাপক সেন ভালো আছেন। নোবেল জয়ী অর্থনীতিবিদে বড় কন‍্যা অন্তরা দেবসেন জানান, “বাবার সঙ্গে আমরা কেমব্রিজে আছি। উনি ভালো আছেন। আমরা বাঙালি, আমরা বিশ্বাস করি, এই মিথ‍্যা সংবাদ ওনার পরমায়ু অনেকটাই বাড়িয়ে দিল। আরেক মেয়ে অভিনেত্রী নন্দনা দেবসেন এক্স হ্যান্ডেলে একই কথা জানান। তিনি অমর্ত্য সেনের সঙ্গে ছবি দিয়ে জানান, “বাবা ভালো আছেন। কেমব্রিজে আমরা সুন্দর সময় কাটিয়েছি। এখনও নিয়মিত সপ্তাহে দু’টি করে পাঠক্রম পড়াচ্ছেন হার্ভার্ডে। নিজের বই লিখছেন।

আরও পড়ুন: ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানে মৃত্যু ছাড়ালো ৪০০০!

 

Latest article