দুবাই, ২৫ অক্টোবর : পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পর নজিরবিহীন ভাবে ট্রোলড হলেন মহম্মদ শামি। পাক ম্যাচে ৩.৫ ওভার বল করে ৪৩ রান খরচ করেন ভারতীয় পেসার। কোনও উইকেট পাননি। পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভারে বল করতে এসে ১৭ রান দিয়েছিলেন তিনি। ম্যাচের পরেই সোশ্যাল মিডিয়ায় শামিকে উদ্দেশ্য করে ধেয়ে এসেছিল একাধিক কুৎসিত মন্তব্য। তাঁকে পাকিস্তানের দ্বাদশ ব্যক্তি হিসেবে চিহ্নিত করার পাশাপাশি প্রশ্ন তোলা হয়, ‘‘পাকিস্তানের কাছ থেকে কত টাকা খেয়েছেন?’’
আরও পড়ুন : ১৬ নভেম্বর, খুলছে স্কুল-কলেজ, নির্দেশ মুখ্যমন্ত্রীর
ঘটনাচক্রে, রবিবার ম্যাচ শুরুর আগে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু মুড়ে প্রতিবাদ জানিয়েছিল ভারতীয় দল। যদিও নেটিজেনদের একাংশ আবার শামির সমর্থনে পাল্টা পোস্ট করেন। অনেকেই আবার ইংল্যান্ড ফুটবল দলের দৃষ্টান্ত তুলে ধরে বিরাট কোহলিরদের শামির পাশে থাকার বার্তা দেওয়ার আবেদন করেন। প্রসঙ্গত, ইংল্যান্ডের রহিম স্ট্যার্লিং বর্ণবিদ্বেষের শিকার হওয়ার পর তাঁর সতীর্থরা দারুণ ভাবে স্ট্যার্লিংয়ের পাশে দাঁড়িয়েছিলেন।
এদিকে, কুৎসিতভাবে ট্রোলড হওয়া শামির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগও। তিনি ট্যুইট করেছেন, ‘‘মহম্মদ শামিকে যেভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হল, তাতে আমি বিস্মিত। ও একজন চ্যাম্পিয়ন। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, যারা ভারতীয় দলের টুপি মাথায় চাপিয়ে মাঠে নামে, তাদের হৃদয়ে দেশের স্থান অনেক বড়। অন্তত যারা সোশ্যাল মিডিয়ার আড়ালে কুৎসিত মন্তব্য করে, তাদের চেয়ে তো বটেই। শামি আমি তোমার পাশেই আছি। পরের ম্যাচেই সবাইকে দেখিয়ে দাও।’’