সংবাদদাতা, নদিয়া : র্যাগিংয়ের জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রের মৃত্যু হয়। যার জেরে গোটা রাজ্য উত্তাল হয়ে ওঠে। ঘটনা নিয়ে তদন্ত চলছে। এরই মধ্যে পুজোর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিহত সেই ছাত্রের বাড়িতে এলেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার নিহত ছাত্রের পরিবার ও তাঁর বাবা-মায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রানাঘাটে আসেন দেবাংশু। তাঁর সঙ্গে ছিলেন রানাঘাট পুরসভার উপপ্রধান ও তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।
আরও পড়ুন-বর্গিদস্যু ভাস্কররামের দুর্গাপুজো এখন করেন মহিলারা
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু বলেন, যে ঘটনা ঘটে গিয়েছে, তা তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু সন্তানকে হারিয়ে বাবা-মা কেমন আছেন জানতেই আবারও একবার ওঁর বাড়িতে দেখা করতে আসা। পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি নিহত ছাত্রের বাবা-মায়ের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেন দেবাংশু। বেশ খানিকটা সময় কাটিয়ে আবার কলকাতার উদ্দেশে রওনা হন দেবাংশু। যাওয়ার আগে নিহত ছাত্রের মৃত্যুর ঘটনার তদন্ত নিয়ে দেবাংশুকে প্রশ্ন করলে তিনি বলেন, তদন্ত ভাল গতিতেই এগোচ্ছে। দোষীরা অবশ্যই শাস্তি পাবে।