সংবাদদাতা, হাওড়া : ‘অভিষেকের দূত’ হিসেবে শারদোৎসবের দিনগুলোয় হাওড়ায় (Howrah) রাস্তার নেমে মানুষের পাশে থাকবেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজ শনিবার মহালয়ার দিন এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। উপস্থিত থাকবেন হাওড়া সদরের মন্ত্রী, বিধায়ক ও সাংসদরা। দুর্গাপুজোর দিনগুলিতে যুব তৃণমূলের কর্মীরা সবসময় মানুষের সাহায্যে রাস্তায় থাকবেন। শহরের প্রতিটি ওয়ার্ডে ও গ্রামীণ এলাকায় প্রতিটি পঞ্চায়েতে যুব তৃণমূল কর্মীদের নিয়ে এই ব্যাপারে ‘ডেডিকেটেড টিম’ তৈরি করা হয়েছে।
আরও পড়ুন-মোদি জমানায় ভুয়ো বিজ্ঞানের রমরমা
তাঁদের জন্য পিঠে ‘অভিষেকের দূত’ লেখা বিশেষ পোশাক তৈরি করা হয়েছে। ওই পোশাক পরেই রাস্তায় থাকবেন যুব তৃণমূল কর্মীরা। প্রতিটি বিধানসভা ভিত্তিক এবং হাওড়া সদরে কেন্দ্রীয়ভাবে হেল্পলাইন চালু করা হচ্ছে। ঠাকুর দেখতে বেরিয়ে মানুষের কোনও সমস্যা হলে তৎক্ষণাৎ তাঁদের পাশে দাঁড়াবেন তাঁরা। হাওড়া জেলা(সদর) যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র জানান, উৎসবের দিনগুলোয় বহু মানুষ রাস্তায় বের হন। এইসময় তাঁদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য আমাদের সর্বদা নজর থাকবে। প্রতিটি এলাকায় যুব তৃণমূলের কর্মীরা মানুষকে সাহায্য করার জন্য রাস্তায় থাকবেন। বিভিন্ন রাস্তার মোড়ে দলের যুবকর্মীরা ক্যাম্প করে বসবেন। মানুষের যে কোনও সমস্যায় সবসময় পাশে থাকবেন তাঁরা। মানুষ যাতে নির্বিঘ্নে ঠাকুর দেখতে পারেন তা নিশ্চিত করতেই যুব তৃণমূলের কর্মীরা রাস্তায় থাকবেন।