বেশ কয়েক মাস ধরেই ভারতের আইটি (IT Sector) সংস্থাগুলির কর্মী সংখ্যা কমছে। গত ছয় মাসে এইচসিএল (HCL), টিসিএস (TCS) এবং ইনফোসিস (Infosys) মিলিয়ে প্রায় ২৫ হাজার জনের চাকরি গিয়েছে। শুধু তাই নয়, সূত্রের খবর বেশ কিছু কারণে অনেক কর্মীরা চাকরি ছেড়েছেন। তিন সংস্থার মোট কর্মী সংখ্যা গত ৬ মাসে কমেছে ২৫ হাজার। টিসিএস-এর মুখ্য মাবসম্পদ আধিকারিক মিলিন্দ লকড়া এই বিষয়ে জানান, ‘ভবিষ্যতে সংস্থার কর্মী সংস্থা আরও কমবে বলে মনে হচ্ছে।’ বেশিরভাগ ক্ষেত্রেউই দেখা যাচ্ছে, ২ থেকে ৪ বছর অভিজ্ঞতাসম্পন্ন কর্মীরাই বেশি সংখ্যায় চাকরি ছাড়ছেন বা ‘বাজে পার্ফর্ম্যান্সে’র জন্য সংস্থা থেকেই তাদের সরানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আরও পড়ুন-ব্যতিক্রমী দুর্গা আবাহন
রিপোর্টের ওপর ভিত্তি করে জানা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে টিসিএস-এ কর্মী সংখ্যা বেড়েছিল ৮২১। ২০২২-২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে টিসিএস-এ কর্মী সংখ্যা ৫২৩ বাড়ে। আর তারপরই গত তিন মাসে কর্মী সংখ্যা বড় পতন দেখা গিয়েছে টিসিএস-এ। রিপোর্ট বলছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের তুলনায় দ্বিতীয় ত্রৈমাসিকে টিসিএস-এ কর্মী সংখ্যা কমে গিয়েছে ৬,৩৩৩।
আরও পড়ুন-দেবী দুর্গা : ভগিনী নিবেদিতার দৃষ্টিতে
ইনফোসিসের অবস্থা সবথেকে ‘খারাপ’। ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে ইনফোসিসে কর্মী সংখ্যা কমেছিল ৩৬১১। ২০২২-২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ইনফোসিসে কর্মী সংখ্যা ৬৯৪০ কমে গিয়েছে। গত তিন মাসেও কর্মী সংখ্যায় ক্রমশ কমেছে। টিসিএস-এ কর্মী সংখ্যা কমেছে ৭৫৩০।
আরও পড়ুন-আজ চেতলায় ভার্চুয়াল চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী
এইচসিএল এর ক্ষেত্রে ২০২২-২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে কর্মী সংখ্যা বেড়েছিল ৩৬৪৭। ২০২২-২৩ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের তুলনায় ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এইচসিএল-এ কর্মী সংখ্যা কমেছিল ২৫০৬। গত তিন মাসে আবার কর্মী সংখ্যায় বড় পতন দেখা গিয়েছে। সবমিলিয়ে অবস্থা যে বেশ গুরুতর সেই নিয়ে সন্দেহ নেই।