আজ চেতলায় ভার্চুয়াল চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী সেটি দু’টি চোখের মাঝে বসিয়ে এঁকে পাঠিয়ে দেবেন। সেটি তুলে আসল প্রতিমার দুই চোখের মাঝে বসানো হবে বলে জানা গিয়েছে।

Must read

আজ মহালয়া (Mahalaya)। শারীরিক অবস্থা সঙ্গে না দেওয়ার ফলেই বাড়ি থেকেই আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মহালয়ার পর থেকে তিনদিন কলকাতার বেশ কয়েকটি বড় দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। আজ রয়েছে নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, একডালিয়া এভারগ্রিন-সহ শহরের মোট ৫৫টি পুজো মণ্ডপ উদ্বোধন হতে চলেছে। বাড়ি থেকেই ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-৭০টি হোমিওপ্যাথি, ৪০টি আয়ুর্বেদিক, ১০টি ইউনানি, রাজ্যে খুলছে আরও ১২০টি নতুন আয়ুষ চিকিৎসাকেন্দ্র

এখানেই শেষ নয়, এবার চেতলা অগ্রণীর চক্ষুদান ভার্চুয়ালি করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সুরুচি সংঘের এবারের থিম সং-এর গীতিকার ও সুরকার মুখ্যমন্ত্রী। সুরুচি সংঘের থিম সং ভার্চুয়ালি প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবছরও চেতলার দেবী প্রতিমার চক্ষুদান করেছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকছেন না পুজোর উদ্বোধনে। তাই ভার্চুয়ালি চেতলার দেবী প্রতিমার চক্ষুদান করবেন তিনি।

আরও পড়ুন-পঞ্চায়েতে জাকাতের তাণ্ডব

ক্যানভাসের উপরে প্রতিমার ছবি তুলে পাঠানো হবে মুখ্যমন্ত্রীকে। তৃতীয় নয়ন হবে রূপোর। মুখ্যমন্ত্রী সেটি দু’টি চোখের মাঝে বসিয়ে এঁকে পাঠিয়ে দেবেন। সেটি তুলে আসল প্রতিমার দুই চোখের মাঝে বসানো হবে বলে জানা গিয়েছে। রবিবার ও সোমবার কলকাতার বেশ কয়েকটি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বুধবার জেলাগুলির পুজোর উদ্বোধন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কলকাতার পাঁচটি বড় পুজোর উদ্বোধন করেছেন। শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, আহিরিটোলা সর্বজনীন ও এন্টালির পুজোর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article