প্রতিবেদন : মুক্তি দিতে হবে ভারতীয় মৎস্যজীবীদের। এই দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে শ্রীলঙ্কার নৌবাহিনী ২৭ জন ভারতীয় মৎস্যজীবীকে (27 Indian Fishermen) গ্রেফতার করেছে। সেইসঙ্গে তাঁদের পাঁচটি নৌকোও বাজেয়াপ্ত করা হয়েছে। মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।
গত ১৪ অক্টোবর রামেশ্বরমের বাসিন্দা ৪০০ মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যান। জাফনার ডেলফ্ট ও কাচ্চাটিভু দ্বীপপুঞ্জের কাছে মাছ ধরছিলেন তাঁরা। তখনই তাঁদের মধ্যে ২৭ জনকে গ্রেফতার (27 Indian Fishermen) করে শ্রীলঙ্কার নৌবাহিনী। পাঁচটি নৌকোও বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সতীর্থদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতি। ধর্মঘট করছেন তামিননাড়ুর কমপক্ষে ৭ হাজার মৎস্যজীবী। সতীর্থদের মুক্তির দাবিতে বুধবার প্রতিবাদ সভারও ডাক দিয়েছে মৎস্যজীবী সংগঠন। এই ধর্মঘট দীর্ঘদিন চললে তামিলনাড়ু-সহ বিভিন্ন রাজ্যে মাছের বাজারে টান পড়ার আশঙ্কা। কেন্দ্রের মৎস্য মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ধর্মঘট তুলে নিতে মৎস্যজীবীদের অনুরোধ করেছেন। ধৃত মৎস্যজীবীদের মুক্তির বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন- সমালোচকদের কণ্ঠরোধ লক্ষ্য, হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়েও এবার আইন করতে চায় মোদি সরকার