ইজরায়েলের যুদ্ধে নিহত ২ ভারতীয় বংশোদ্ভূত তরুণী

Must read

প্রতিবেদন : পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে আক্রমণ ও পাল্টা প্রতিরোধের তীব্রতা। লাফিয়ে বাড়ছে মৃত্যুও। এবার সামনে এল যুদ্ধে (Israel-Hamas Attack) দুই ভারতীয় বংশদ্ভূতর মৃত্যুর খবর।
জানা গিয়েছে, ইজরায়েলের যুদ্ধে (Israel-Hamas Attack) মৃত্যু হয়েছে দুই ভারতীয় বংশোদ্ভূত মহিলার। গত ৭ অক্টোবর যেদিন প্রথম ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস, সেদিনই এই দু’জনের মৃত্যু হয়। নিহত দুই ভারতীয় বংশোদ্ভূত তরুণীর মধ্যে একজনের বয়স ২২ বছর। তিনি ইজরায়েলের সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। ইজরায়েলের অ্যাশডোড নিবাসী তরুণীর পরিবার ভারতীয়। অপর তরুণীর নাম কিম ডোকরাকর। জন্মসূত্রে মরাঠি এই তরুণী ইজরায়েলের সীমান্তরক্ষী পুলিশ বাহিনীর একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। চলতি যুদ্ধে দু’জনেই প্রাণ হারিয়েছেন বলে ইজরায়েলের সেনা সূত্রে খবর।
ইজরায়েল বনাম হামাসের যুদ্ধে গত ৯ দিনে প্রাণ হারিয়েছেন ইজরায়েলের ২৮৬ জন সেনা। নিহত ৫১ জন পুলিশ অফিসারও। পাশাপাশি অনেককে অপহরণ করেও নিয়ে গিয়েছে হামাস বাহিনী। এই দুই ভারতীয় তরুণী অফিসার ছাড়াও আরও একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলার মৃত্যু হয়েছে যুদ্ধে। তবে সেই মহিলার পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন- সমালোচকদের কণ্ঠরোধ লক্ষ্য, হোয়াটসঅ্যাপ মেসেজ নিয়েও এবার আইন করতে চায় মোদি সরকার

Latest article