প্রতিবেদন : আত্মপ্রচারে নয়া কৌশল কেন্দ্রের। প্রতিরক্ষা মন্ত্রকের বিভিন্ন জায়গায় সেলফি পয়েন্ট তৈরির নির্দেশ দিল মোদি সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের সমস্ত বিভাগে তৈরি করতে হবে জিও ট্যাগ লাগানো নিজস্বী বা সেলফি পয়েন্ট। নির্দেশিকা জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, প্রতিরক্ষা মন্ত্রকের কাজ তুলে ধরতেই এই উদ্যোগ। যদিও সমস্ত সেলফি পয়েন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকতেই হবে বলে জানা গিয়েছে। আর তাতেই লোকসভা ভোটের আগে নিজেদের ঢাক পেটানোর লক্ষ্যটা স্পষ্ট।
আরও পড়ুন-পুজো ঘিরে জঙ্গলমহলে জমজমাট সাহিত্য-বাসর
জানা গিয়েছে, সারা দেশে মোট ৮২২টি জায়গায় এই ধরনের সেলফি পয়েন্ট তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে আত্মপ্রচারের উদ্দেশ্যে সরকারের বিভিন্ন কাজ নিয়ে তৈরি করা হবে এই সেলফি পয়েন্ট। দেশের তিন বাহিনীর (স্থল, বায়ু ও নৌ) সেলফি পেয়ন্টের থিম হবে স্বশক্তিকরণ বা ক্ষমতায়ন। ডিআরডিও এর সেলফি পয়েন্টের থিম হবে গবেষণা এবং উন্নয়নমূলক। প্রতিরক্ষা মন্ত্রকের মিডিয়া বিভাগের অতিরিক্ত ডাইরেক্টর জেনারেল ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে এ-বিষয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছেন।
আরও পড়ুন-নোবেলজয়ী
কন্ট্রোলার জেনারেল অফ ডিফেন্স অ্যাকাউন্ট জানিয়ে দিয়েছেন, দেশের ৯টি বড় শহরে এই সেলফি পয়েন্ট তৈরি করতে হবে। এর মধ্যে রয়েছে দিল্লি, নাসিক, প্রয়াগরাজ, কোল্লাম, পুনে, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি এবং মেরঠ। নির্দেশিকা অনুযায়ী বলা হয়েছে, এই সেলফি পয়েন্টগুলি শহরের এমন জায়গায় করতে হবে, যেখানে সবচেয়ে মানুষের আশা যাওয়া হয় এবং সাধারণ নাগরিকের দৃষ্টি আকর্ষণ করতে পা