উদাসীন ইসিএল কতৃপক্ষ, ফের ২ শ্রমিকের প্রাণ গেল

ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতায় আবার প্রাণ গেল দুই শ্রমিকের। ধসে বেশ কয়েকজন চাপা পড়ে আছেন, এমন আশঙ্কা করা হচ্ছে।

Must read

সংবাদদাতা, নিরসা : ইসিএল কর্তৃপক্ষের উদাসীনতায় আবার প্রাণ গেল দুই শ্রমিকের। ধসে বেশ কয়েকজন চাপা পড়ে আছেন, এমন আশঙ্কা করা হচ্ছে। একের পর এক খনি-দুর্ঘটনা ঘটছে, অথচ কেন্দ্রীয় সংস্থা ইসিএল কর্তৃপক্ষের কোনও হুঁশ নেই। কয়েকদিন আগেই রানিগঞ্জে খোলামুখ খনিতে ধসে তিনজনের মৃত্যু হয়েছে। এবার নিরাসার ইসিএল মুগমার এক বন্ধ খনিতে। সোমবার সকালে অবৈধ খননের সময় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন-আত্মপ্রচারের লক্ষ্যে নতুন নির্দেশ কেন্দ্রের

সোমবার সকালে প্রতিদিনের মতো কয়েকজন শ্রমিক অবৈধ খননের জন্য আউটসোর্সিংয়ে পৌঁছন। তাঁরা অবৈধ খনন শুরু করার সঙ্গে সঙ্গে খনির পাশে অবস্থিত গরম খাদের পুকুরের সমস্ত জল আউটসোর্সিংয়ে মিশে যায় বলে খবর। ঘটনার খবর পাওয়া মাত্রই আশেপাশের এলাকার কয়েকজন লোক ঘটনাস্থলে পৌঁছে যান। নিরসার বিজেপি বিধায়ক অপর্ণা সেনগুপ্ত এবং জেএমএম লখিন দেবী পুরো বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন। তাঁরা বলেন, ইসিএলের পক্ষ থেকে নেই কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই, কোনও প্রাচীর বা কাঁটাতারের বেড়া নেই, যার কারণে মানুষ জীবিকা নির্বাহ করতে গিয়ে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ছে। ঘটনার জন্য সম্পূর্ণরূপে দায়ী খনির ম্যানেজার।

Latest article