প্রতিবেদন : শারদীয়ার দিনগুলোতে প্রতিবছর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান পুজো প্যান্ডেল, আলো, প্রতিমা-সহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করে। তেমনই চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএও এই উদ্যোেগ শামিল হয়। আইএমএ-র রাজ্য সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেনের উদ্যোগে এবারও আয়োজন করা হয়েছিল ‘স্বাস্থ্য সচেতনতায় শারদসম্মান’ অনুষ্ঠান।
আরও পড়ুন-উদাসীন ইসিএল কতৃপক্ষ, ফের ২ শ্রমিকের প্রাণ গেল
রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সারা বছর কাজ করে আইএমএ। এক্ষেত্রেও তার অন্যথা হল না। বাংলা তথা বাঙালির বড় উৎসব দুর্গাপুজোর সঙ্গে যুক্ত বিভিন্ন ক্লাব ও কমিটিগুলো যাতে বাজেটের একটা অংশ দিয়ে সারা বছর স্থানীয় মানুষদের স্বাস্থ্য পরিষেবার জন্য কাজ করে, তাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এই প্রতিযোগিতা। চতুর্থী ও পঞ্চমীর দিন সারা বাংলাজুড়ে প্রথিতযশা চিকিৎসকরা পরিদর্শন করবেন বিভিন্ন পুজো মণ্ডপ। তাঁরা মহাষষ্ঠীর দিন পুরস্কার ঘোষণা করবেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, তার সঙ্গে তাল মিলিয়ে পুজো কমিটিগুলো যাতে তাদের নিজের নিজের এলাকায় মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য কিছু কাজ করে, সে-ব্যাপারে উৎসাহ দিতেই এই আয়োজন আইএমএ-র।