প্রতিবেদন : এসেছে শিউলি ফোটার বেলা। পুজোর আনন্দে ভাসছে বাংলা। মহালয়া থেকে ঠাকুর দেখতে শুরু করেছে বাঙালি। পরিষ্কার আকাশ আর রোদ ঝলমলে তাপমাত্রায় খুব একটা কিছু দুশ্চিন্তার কারণ না থাকলেও সপ্তমী থেকে দুর্যোগ (Rain chances) বাড়ার আশঙ্কা বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গে চতুর্থী থেকে আরও বেশি করে পুজোর অনুকূল আবহাওয়া হবে। কমবে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ। তবে পুজোর মাঝেই নিম্নচাপের ভ্রুকুটি চিন্তা বাড়াচ্ছে হাওয়া অফিসের কর্তাদের। সপ্তমী, অষ্টমী থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। নবমীতে বৃষ্টি (Rain chances) ভেজার আশঙ্কায় বাংলা। শাস্ত্রমতে ষষ্ঠী থেকে পুজোর শুরু। কিন্তু এক সপ্তাহ আগে থেকেই কলকাতার রাস্তায় জনজোয়ার। অষ্টমী পর্যন্ত বড় কোনও দুর্যোগ না হলেও বিক্ষিপ্ত বৃষ্টি কিছুটা হলেও পুজোর আনন্দ ম্লান করতে পারে। আবহাওয়া দফতর বলছে, নবমী এবং দশমীতে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমের দিকে চলে যাবে বলেই মনে করা হচ্ছে।