এখন থেকে ‘বস্তি’ নয়, ‘উত্তরণ’: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

বস্তি নামে আপত্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। কলকাতায় বস্তি বলে আর যেন কোনও শব্দ না থাকে। মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তৃতীয়ায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধনের মধ্যেই বস্তির পরিবর্তে নতুন নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এখন থেকে ‘বস্তি’ নয়, ‘উত্তরণ’!

আরও পড়ুন- মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর রাজ্যপালের

আলিপুরের আমরা সকল পল্লি সমিতির ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুজোর উদ্বোধনের ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “এই বস্তিটা চেতলার মধ্যে অনেক বড় লিড দেয়। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না।” মুখ্যমন্ত্রী তখনই জানতে চান, এলাকার মানুষ ঠিকা-স্বত্ব পেয়েছেন কি না। মেয়র জানান, সকলেই পেয়েছেন। তখন মুখ্যমন্ত্রী বলেন, “ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে আর বস্তি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি বলে কিছু হয় না। বস্তি কথাটা তুলে দাও।” মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ, বস্তি শব্দটির পরিবর্তে ‘উত্তরণ’ শব্দটি  ব্যবহার করা হোক। তাঁর প্রস্তাব, এগুলিকে যেন উত্তরণ-১, উত্তরণ-২, উত্তরণ-৩, এভাবে নামকরণ করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে মেয়র জানান, পুরসভায় তিনি শব্দটি ঠিক করে নেবেন।

Latest article