মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর রাজ্যপালের

Must read

অবশেষে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ( WB Governor CV Ananda Bose) । রাজ্য সরকারের আনা বিলে সোমবার রাতে সম্মতি দিয়েছেন বোস। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তা জানিয়েও দিয়েছেন তিনি। বিলটি পাশ করানোর জন্য রাজ্য সরকার সোমবার একদিনের বিশেষ অধিবেশন ডেকেছিল। কিন্তু বিলটি বিধানসভায় পেশ করা হলেও রাজ‌্যপালের অনুমোদন না মেলায় ওইদিন বিলটি পাশ করানো সম্ভব হয়নি।

মন্ত্রী ও বিধায়কদের ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল সোমবার বিধানসভায় আনতে চেয়েছিল সরকার। বিল ছিল তার দুটি। একটি ‘ওয়েস্ট বেঙ্গল স্যালারিস অ্যান্ড অ্যালাউন্স অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩’, অন্যটি হল ‘দ্য বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩’। যেহেতু দুটি বিলে আর্থিক দায়বদ্ধতা রয়েছে, তাই রাজ্যপালের অনুমোদন নেওয়াটা আবশ্যিক। সেই মতো গত সপ্তাহে বিল সংক্রান্ত বিষয়ে রাজ্যের পরিষদীয় দফতর থেকে ফাইল যায় রাজ্যপালের (WB Governor ) কাছে।

আরও পড়ুন: বিপন্ন কৃষকদের সাহায্য মুখ্যমন্ত্রীর, ১৯৭ কোটি টাকা অনুমোদন রাজ্যের 

সরকার পক্ষ আশা করেছিল, রাজ্যপাল বিল নিয়ে আলোচনার উপর ছাড়পত্র দেবেন। কিন্তু সোমবার সকাল পর্যন্ত রাজভবন থেকে কোনও বার্তা আসেনি। ফলে নির্ধারিত সূচি মেনে সোমবার বেলা ১২টায় বিধানসভার অধিবেশন বসে। বিলটির বিষয়ে বিধায়কদের জানানো হয়। কিন্তু বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, প্রাক্তন বিধায়ক দ্বিজেন্দ্রনাথ রায়ের মৃত্যুর কারণে শোকপ্রস্তাব পাঠ করে বিধানসভা মুলতবি করে দেওয়া হচ্ছে। পরবর্তী অধিবেশন বসবে ৪ ডিসেম্বর। মঙ্গলবার অনুমোদন মেলায় আগামী ৪ ডিসেম্বর ফের বিলটি বিধানসভায় পাশ করানোর জন্য পেশ করা হবে।

Latest article