মুম্বইয়ের (Mumbai) বায়ু মানের সূচক গত কয়েক দিনে বিপদের মাত্রা ছাড়িয়ে গিয়েছে। এর ফলে মুম্বইবাসীরা ক্রমশ শ্বাসকষ্টজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। মুম্বই আঞ্চলিক কংগ্রেস কমিটি (MRCC) বায়ু দূষণ রোধ করতে মুম্বাইবাসীদের জন্য একটি পরিকল্পনা করেছে। NEERI এবং IIT-B-এর গবেষণা অনুসারে, মুম্বইয়ের বায়ু দূষণের ৭১ শতাংশের এরও বেশি রাস্তা বা নির্মাণের ধূলিকণার কারণে ঘটে। বাকি দূষণ কারখানা, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর এবং আবর্জনার স্তূপ থেকে উৎপন্ন হয়।
আরও পড়ুন-অযোধ্যার হনুমান গড়ি কমপ্লেক্সে খুন নাগা সাধু
MVA-এর মুম্বই জলবায়ু পরিকল্পনা অনুসারে, নির্মাণের সময় পরিকল্পনা, নির্মাণস্থলে বায়ু ও শব্দ দূষণের নিয়ম বাস্তবায়ন, বিভিন্ন এলাকায় ইকো-পার্ক তৈরি এবং ডাম্পিং গ্রাউন্ডে বৈজ্ঞানিকভাবে বর্জ্য নিষ্পত্তি সংক্রান্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে। গায়কওয়াড়ের নেতৃত্বে কংগ্রেস দলের মুম্বাই ইউনিট জানিয়েছেন, “সরকারের তুচ্ছ রাজনীতির জন্য মুম্বইবাসীদের স্বাস্থ্য বিপন্ন করা উচিত নয় এবং পরিকল্পনাটি বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। এই পরিস্থিতির কারণে শিশু এবং প্রবীণ নাগরিকরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে। সরকার এবং কর্পোরেশনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।”