অযোধ্যার হনুমান গড়ি কমপ্লেক্সে খুন নাগা সাধু

এসপি রাজকরণ নায়ার জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলাটি সমাধানে চারটি টিম মোতায়েন করা হয়েছে।

Must read

ফের নজরে উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। বৃহস্পতিবার অযোধ্যা জেলার রাম জন্মভূমি থানার অন্তর্গত হনুমান গড়ি মন্দির কমপ্লেক্সে অবস্থিত একটি আশ্রমে একজন নাগা সাধুকে (Naga Sadhu) ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, তার ঘাড়ে, বুকে ও পিঠে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে প্রথমে পাতলা তার দিয়ে শ্বাসরোধ করে তারপর ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলেও সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন-দুর্গাপুজো মিটলেই সাত মাস বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

এসএসপি রাজকরণ নায়ার, এসপি সিটি মধুবন সিং, সিও বিকাপুর ডাঃ রাজেশ তিওয়ারির নেতৃত্বে একটি ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে হত্যার তথ্য পেয়ে তদন্ত শুরু করে। মৃত সাধুর নাম দুর্বল দাস (৪৪)। তিনি রাম সাহারে দাসের শিষ্য এবং বাসন্তিয়া পট্টির সাথেও যুক্ত ছিলেন।জানা গিয়েছে, আশ্রমের ভেতরের তৃতীয় কক্ষে থাকতেন দুর্বল দাস। দুই শিষ্যও তাঁর সঙ্গে থাকতেন। ঘটনার পর থেকে ঋষভ শুক্লা নামে এক শিষ্য ঘটনাস্থল থেকে পলাতক। অপর শিষ্য গোবিন্দ দাসকে পুলিশ আটক করেছে।

আরও পড়ুন-পুজোয় ভিড়ের জেরে যাত্রীদের সুরক্ষার্থে একাধিক পদক্ষেপ কলকাতা মেট্রোর

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্লা ১৫ দিন আগে মৃত সাধুর সঙ্গে থাকতে শুরু করেন এবং তিনি খাবার রান্না করতেন। একই সঙ্গে সব কক্ষে সিসিটিভি লাগানো থাকলেও কেউ তা বন্ধ করে দিয়েছে। পুলিশ কিছু ফুটেজ পেয়েছে যাতে সিসিটিভি বন্ধ করে দেওয়া ব্যক্তিকে ধরা হয়েছে।পুলিশ ফুটেজ ও হার্ডডিস্ক তাদের হেফাজতে নিয়েছে। এসপি রাজকরণ নায়ার জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলাটি সমাধানে চারটি টিম মোতায়েন করা হয়েছে।

Latest article