কতই না অদ্ভুত ঘটনা হয় প্রতিদিন। কিন্তু চলতি বছরে রেল সংক্রান্ত বিভ্রাট লেগেই আছে। এবার আজ বুধবার প্রকাশ্যে এল আরেকটি ঘটনা। সিগন্যাল থাকলেও উৎসর্গ এক্সপ্রেস (Utsarg express) ট্রেনের চালক বিহারের সারান জেলার মাঞ্জি হল্টে ট্রেন থামাতে ভুলে গিয়েছিলেন। এর ফলে প্ল্যাটফর্মে বিশৃঙ্খলা দেখা দেয়। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ট্রেন চালক তার ভুল বুঝতে পেরে মাঞ্জি হল্ট থেকে আধা কিলোমিটার দূরে একটি সেতুতে ট্রেন থামায়। পরিস্থিতি এমন ছিল যে যাত্রীরা ট্রেন থেকে উঠতে বা নামতে পারেন নি।
আরও পড়ুন-মুম্বইয়ের বায়ুদূষণ এবার উদ্বেগজনক পর্যায়ে, নেওয়া হচ্ছে জরুরি পদক্ষেপ
চাপড়া-ফররুখাবাদ উৎসর্গ এক্সপ্রেস চাপড়া জংশন রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৭টায় যাত্রা শুরু করেছিল। এবং সন্ধ্যা ৭.২৬ মিনিটে মাঞ্জি স্টপেজ ছিল। কিন্তু হঠাৎ রেলস্টেশনে ট্রেন থামাতে ভুলে যান চালক। এর ফলে প্ল্যাটফর্মে চূড়ান্ত বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়। প্রাথমিকভাবে যাত্রীরা মনে করেছিলেন যে ট্রেনে সমস্যা হচ্ছে। ব্রিজে ট্রেন থামার পর উৎসর্গ এক্সপ্রেসের চালক ও গার্ড মাঞ্জি হল্টের স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করে ঘটনাটি জানান। সেই ট্র্যাকে আসা ট্রেনগুলি থামানোর জন্য স্টেশন মাস্টার আরও অন্যান্য স্টেশন মাস্টারদের সাথে যোগাযোগ করে পরিস্থিতি সামলান।
আরও পড়ুন-অযোধ্যার হনুমান গড়ি কমপ্লেক্সে খুন নাগা সাধু
উৎসর্গ এক্সপ্রেস অবশেষে মাঞ্জি হল্ট পর্যন্ত বিপরীত দিকে এগিয়ে যায় এবং তারপরে যাত্রীদের স্টেশনে নামানো হয়। ফলে ট্রেনটি প্রায় ২০ মিনিট দেরিতে ফের যাত্রা শুরু করে।