সংবাদদাতা, শান্তিনিকেতন : একটি মামলায় রায়দানের সময় প্রসঙ্গক্রমে বিশ্বভারতীর উপাচার্য সম্পর্কে বিরূপ পর্যবেক্ষণ করেন। এমনকি সরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্যও করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার সূত্র ধরেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন ভিবিউফা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর অপসারণের দাবিতে সোচ্চার হল।
আরও পড়ুন-চিকিৎসককে পুনর্বহালে বাধ্য হল বিশ্বভারতী
গত ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মানস মাইতি সম্পর্কিত এক মামলায় বিচারপতির এক মন্তব্যের পর জনমানসে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। আদালতের এই পর্যবেক্ষণের পর ভিবিউফার তরফে উপাচার্যের এহেন আচরণকে জাতীয়তা-বিরোধী বলে মন্তব্য করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। উপাচার্যের বিরুদ্ধে গত দুই বছর আগে ২৬ ফেব্রুয়ারি ইংরেজি বিভাগের অধ্যাপকদের আটকে মুচলেকা নেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও তিনি তা অস্বীকার করেন। এই আটকে রাখার ঘটনার প্রতিবাদ করেন ড. মাইতি। তাতেই তিনি উপাচার্যের কোপে পড়েন। পরের বছর ৪ মে তাঁকে সাসপেন্ড করা হয়। মানসবাবু কলকাতা উচ্চ আদালতে দ্বারস্থ হলে, অন্তর্বর্তীকালীন রায়ে আদালত জানিয়ে দেয় ড. মাইতির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।