চিকিৎসককে পুনর্বহালে বাধ্য হল বিশ্বভারতী

সমস্ত বকেয়া-সহ সবেতন চিফ মেডিক্যাল অফিসার হিসেবে সংশ্লিষ্ট হাসপাতালে পুনর্বহাল হবেন। ডাঃ অরিন্দম চট্টোপাধ্যায় তাঁকে দায়িত্ব ভার বুঝিয়ে দেবেন

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার পদে শশাঙ্ক দেবনাথকে বহাল করতে বাধ্য হল বিশ্বভারতী কর্তৃপক্ষ। আদালতের নির্দেশের পর গত বুধবার, ১৮ অক্টোবর বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, ২০ সালের ১২ ডিসেম্বর বিশ্বভারতী ড. শশাঙ্ক দেবনাথকে যে নির্দেশ দিয়েছিল, তা তুলে নিচ্ছে।

আরও পড়ুন-ইসিএলের ধারাবাহিক অপদার্থতার জের, পুজোর মুখে ফের খনি-দুর্ঘটনা

সমস্ত বকেয়া-সহ সবেতন চিফ মেডিক্যাল অফিসার হিসেবে সংশ্লিষ্ট হাসপাতালে পুনর্বহাল হবেন। ডাঃ অরিন্দম চট্টোপাধ্যায় তাঁকে দায়িত্ব ভার বুঝিয়ে দেবেন। গত অগাস্ট মাসেই কলকাতা হাইকোর্টে মুখ পোড়ে বিশ্বভারতীর। বিশ্বভারতীর পিয়ার্সন হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসারকে ‘বিভাগীয় তদন্তের’ অজুহাতে প্রথমে পদ অবনমনের আদেশের পর অবসরের মেয়াদের আগেই অবসর গ্রহণে বাধ্য করে বিশ্বভারতী। সেই আদেশ অগাস্টে খারিজ হয়ে যায় কলকাতা হাইকোর্টের রায়ে।

Latest article