ইসিএলের ধারাবাহিক অপদার্থতার জের, পুজোর মুখে ফের খনি-দুর্ঘটনা

ঘটনার খবর জানাজানি হতেই খনিকর্মীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।

Must read

সংবাদদাতা, অণ্ডাল : দুর্গাপুজোয় যখন আনন্দে মেতেছে গোটা বাংলা, ঠিক সেই সময়েই দুঃখের খবর এল কয়লাখনি অঞ্চল থেকে। বৃহস্পতিবার সকালে অন্যদিনের মতোই কাজে এসেছিলেন ইসিএল কর্মী মাইনিং সর্দার সারদাচরণ মোহান্তি, আশু মাঝি ও মনোজ ভুঁইয়া। হঠাৎ কর্মরত অবস্থায় কয়লার চাঙর পড়ে গুরুতর আহত হন তিনজনেই। জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গেই মাইনিং সর্দার সারদাচরণকে ডাক্তার মৃত ঘোষণা করেন। অন্য দুই ইসিএল কর্মী এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আরও পড়ুন-করিমপুরের সীমান্তগ্রামে দুই বাংলার আবেগের দেবী নস্করি

ঘটনার খবর জানাজানি হতেই খনিকর্মীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় অণ্ডাল থানার পুলিশ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
এই দুঃখজনক ঘটনার সম্পূর্ণ দায় ইসিএল কর্তৃপক্ষের বলে দাবি করেন শ্রমিক সংগঠন সিএমসি এইচএমএস-এর জেনারেল সেক্রেটারি শিবকান্ত পান্ডে। বলেন, বর্তমানে ইসিএল আধিকারিকরা কয়লাখনির নিরাপত্তার দিকে নজর দেন না, তারা শুধু ব্যস্ত বেসরকারীকরণ করে খোলামুখ খনি তৈরি করে কয়লা উৎপাদনে। জীবন হাতে নিয়েই কোলিয়ারিগুলিতে কাজ করতে বাধ্য হন খনিকর্মীরা।

আরও পড়ুন-অনাথ শিশুদের দুর্গা-অসুর-লক্ষ্মী-গণেশ সাজিয়ে পুজো চড়ান মন্ত্রী

খনি গহ্বরে নিরাপত্তা একেবারে নেই বললেই চলে। আজকের এই দুর্ঘটনার দায় সম্পূর্ণ ইসিএলের। এর জবাব দিতে হবে ইসিএল কর্তৃপক্ষকে।
দুর্ঘটনার খবর জানাজানি হতেই কোলিয়ারি থেকে উধাও হয়েছেন সংশ্লিষ্ট কোলিয়ারির আধিকারিকরা। তাই এই দুর্ঘটনা নিয়ে কোলিয়ারি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest article