নকীব উদ্দিন গাজী: গঙ্গাসাগরে বসেই এবারে কেদারনাথ দর্শন। দেখা মিলবে টুইন টাওয়ারেরও। শুধু তাই নয়, চোখের সামনেই চন্দ্রযান। হ্যাঁ, পুজোয় এবারে কলকাতার সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে গঙ্গাসাগর। স্বাভাবিকভাবেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। কচুবেড়িয়া জয়গুরু আশ্রমের দুর্গাপুজোর এবারে ৬১তম বর্ষ। এই মণ্ডপ সাজানো হয়েছে মালয়েশিয়ার টুইন টাওয়ারের আদলে। উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
আরও পড়ুন-সুইংয়ের মাঠে আজ সিমাররাই রাজা, ধরমশালায় মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড
৭৪তম বর্ষে গঙ্গাসাগর কচুবেড়িয়া বাসস্ট্যান্ড এলাকার মণ্ডপ সাজানো হয়েছে এক মন্দিরের আদলে। প্রতিমার মধ্যেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। গঙ্গাসাগর মন্দিরতলা সর্বজনীন পুজো এবছর ৩৩তম বর্ষে পদার্পণ করল। থিম চন্দ্রযান ৩। প্রতিমা তৈরি করা হয়েছে কাচ দিয়ে। আর এই পুজোকেই বিশ্ববাংলার জেলার সেরা পুজো হিসেবে নির্বাচিত করা হয়েছে। সাগরের চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম কেদারনাথ মন্দির। কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে গোটা মণ্ডপ এবং সেই আদলেই তৈরি করা হয়েছে প্রতিমা। ক্লাব উদ্যোক্তাদের দাবি, যেসমস্ত মানুষজন সরাসরি কেদারনাথ দর্শন করার সুযোগ পান না, তাঁদের কথা ভেবেই মূলত এই আয়োজন।