মহানগরীর সপ্তমীর ভিড় সামলে হিরো কলকাতা পুলিশ

পুলিশের তরফে বিশেষ ভাবে নজর রাখা হয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী এবং উত্তর কলকাতার হাতিবাগানের মতো এলাকাগুলিতে

Must read

প্রতিবেদন : সপ্তমীর সকাল থেকে বিকেল পর্যন্ত মহানগরীর যান চলাচল নিয়ে খুব একটা সমস্যার মধ্যে পড়তে হয়নি পুলিশকে। বিকেল চারটে পর্যন্ত স্বাভাবিক ছিল ট্রাফিক পরিষেবা। সপ্তমীতে রেকর্ড ভিড়ের অনুমান করেই সব বড় বড় পুজো মণ্ডপ সংলগ্ন রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে লালবাজার।

আরও পড়ুন-গঙ্গাসাগরেই এবার কেদারনাথ দর্শন

পুলিশের তরফে বিশেষ ভাবে নজর রাখা হয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, রাসবিহারী এবং উত্তর কলকাতার হাতিবাগানের মতো এলাকাগুলিতে। দর্শনার্থীদের সুরক্ষার দিকে নজর দেওয়ার পাশাপাশি যাতে কোনওভাবেই ট্রাফিক নিয়ম কেউ না লঙ্ঘন করেন তাও নিশ্চিত করা হচ্ছে। সকাল পেরিয়ে বিকেল যত গড়িয়েছে, ততই দক্ষিণ কলকাতার ওপর ট্রাফিকের চাপ আস্তে আস্তে বেড়েছে। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় পাঁচ সদস্যের কুইক রেসপন্স টিম এবং বিপর্যয় মোকাবিলা দল সর্বদা তৈরি রাখা ছিল।

Latest article