পুজো পরিক্রমা, যাত্রা হল শুরু

শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান বিধায়ক মদন মিত্র।

Must read

প্রতিবেদন : মহাসপ্তমীর সকালে যাত্রা শুরু। পরিবহণ দফতরের উদ্যোগে শুরু হল বিলাসবহুল বাসে পুজো পরিক্রমা। এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাসে এই যাত্রার সূচনা করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল, পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান বিধায়ক মদন মিত্র।

আরও পড়ুন-মহানগরীর সপ্তমীর ভিড় সামলে হিরো কলকাতা পুলিশ

পরিবহণমন্ত্রী জানালেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, নিগমের ৬৭৫টি বাসে নতুন রং করে ব্র্যান্ডিং করা হয়েছে। এর জন্য অর্থ দফতর বরাদ্দ করেছে মোট ৪ কোটি ৭২ লক্ষ টাকা। ‘পুজো পরিক্রমা ২০২৩ সার্ভিস’-এ থাকছে বনেদি বাড়ির পুজো, গ্রামের পুজো এবং বিলাসবহুল বাসে সর্বজনীন পুজো দেখানোর ব্যবস্থা। লক্ষণীয়, সপ্তমী, অষ্টমী এবং নবমীর সকাল থেকে একই সঙ্গে ঠাকুরদেখা, আড্ডা এবং খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন করেছে পরিবহণ দফতর। বাসে থাকছে যাত্রী সহায়ক। থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও।

Latest article