ফের কেন্দ্রকে ধুয়ে দিলেন প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক (Satya Pal Malik)। তিনি ২০১৯ সালের পুলওয়ামা হামলার জন্য আবারও কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি একই কথা পুনর্ব্যক্ত করেছেন।
সত্যপাল মালিক (Satya Pal Malik) বলেন, “আমি দুটি চ্যানেলকে বলেছিলাম যে ওই ঘটনায় আমাদের দোষ ছিল কিন্তু আমাকে কোথাও এটি না বলতে বলা হয়েছিল… আমি ভেবেছিলাম আমার বক্তব্য তদন্তে প্রভাব ফেলতে পারে, কিন্তু কোন তদন্ত হয়নি। পুলওয়ামাকে নির্বাচনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। তৃতীয় দিনে , প্রধানমন্ত্রী মোদি তার ভাষণ দিয়েছেন যেখানে তিনি রাজনৈতিকভাবে ওই ঘটনাকে ব্যবহার করেছেন।”
আরও পড়ুন –৮০ লাখ বিদেশি সিগারেট পোড়ানো হবে দিল্লিতে
রাহুল গান্ধী বুধবার প্রাক্তন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সাথে তার সাম্প্রতিক সাক্ষাতের ভিডিও শেয়ার করেছেন।প্রাক্তন রাজ্যপাল বলেছেন, “কেন পুলওয়ামার ঘটনা ঘটল? তারা ৫ টি বিমান চেয়েছিল। ওরা যদি আমাকে জিজ্ঞেস করতেন, আমি তখনি দিয়ে দিতাম। আমি বরফে আটকে পড়া শিক্ষার্থীদের বিমান সরবরাহ করেছি। দিল্লিতে ভাড়ায় বিমান পাওয়া সহজ। কিন্তু তাদের (সিআরপিএফ) আবেদনটি চার মাস ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পড়ে ছিল। এবং তারপরে তা প্রত্যাখ্যান করা হয়েছিল। সিআরপিএফ কর্মীরা তখন সেই রাস্তা নিয়েছিলেন যা অনিরাপদ বলে পরিচিত ছিল।” রাহুল গান্ধী সাক্ষাৎকারটি শেয়ার করার সঙ্গে সঙ্গে লিখেছেন, “এই কথোপকথন কি ইডি-সিবিআই-এর মধ্যে আলোড়ন সৃষ্টি করবে?