শিক্ষকদের জন্য পদোন্নতি নীতি আনছে রাজ্য সরকার!

Must read

এবার স্কুল শিক্ষকদের জন্যও নয়া পদোন্নতি নীতি আনতে চলেছে রাজ্য সরকার (West Bengal Government)। তবে কোন কোন বিষয়ের ওপর এই পদোন্নতি  তা নির্ধারণ করতে বিদ্যালয় শিক্ষা কমিশনারের নেতৃত্বে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। চলতি মাসেই কমিটি এবিষয়ে তার চূড়ান্ত রিপোর্ট জমা দেবে বলে শিক্ষা দফতর সূত্রে খবর। জানা গিয়েছে, কোনও শিক্ষকের নিজের লেখা বই থাকলে, পদোন্নতির ক্ষেত্রে সেটি বাড়তি গুরুত্ব পেতে পারে। উল্লেখ্য, বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পদোন্নতি হয় তাঁদের প্রকাশনার বিচারে। পাশাপাশি স্কুলের কোনও শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকের ভূমিকা কী, সেটিও খতিয়ে দেখে পদক্ষেপ করতে পারে রাজ্য (West Bengal Government)।

আরও পড়ুন- ফের পুলওয়ামার ঘটনার জন্য কেন্দ্রের ব্যর্থতাকে দায়ী করে তোপ প্রাক্তন রাজ্যপালের

একই সঙ্গে আরও বেশ কিছু মাপকাঠি রাখা হচ্ছে শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত এই নয়া নীতিতে। কোনও শিক্ষক হেড একজামিনার হিসেবে দায়িত্ব পালন করেছেন কি না, ক্লাসরুম টিচিং কেমন, আলাদা করে রুটিনের বাইরে এক্সট্রা ক্লাস করাচ্ছেন কিনা, তাঁর প্রকাশিত কোনও আর্টিকেল রয়েছে কি না এইসব বিষয়গুলিও দেখা হবে। উত্তর শহরতলির একটি নামী স্কুলের প্রধান শিক্ষক বলেন, কারা বাড়তি ক্লাস নিচ্ছে, সেটা র‌্যাঙ্কিংয়ে হয়ত দেখা হবে।

Latest article