প্রতিবেদন : করোনাভাইরাসের পর আবার অতিমারি সৃষ্টির ক্ষমতাসম্পন্ন ভাইরাসের হদিশ মিলল চিনে। নতুন আটটি ভাইরাসের (Viruses- China) সন্ধান পাওয়া গিয়েছে। চিনের গবেষকরা দেশের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দ্বীপ হাইনানে এই নতুন আটটি ভাইরাসের হদিশ পেয়েছেন বলে জানা গিয়েছে। হাইনান দ্বীপের আবহাওয়া প্রচণ্ড উষ্ণ। এই জায়গায় আগে কখনও এই ধরনের ভাইরাস (Viruses- China) দেখা যায়নি। গবেষকরা দাবি করেছেন, ভাইরাসগুলি মূলত ইঁদুরের মধ্যে পাওয়া গিয়েছে। বিজ্ঞানীদের সতর্কবার্তা, এই ভাইরাসগুলি থেকে মানুষের সংক্রমিত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এই ভাইরাসগুলি এত দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে যে সেগুলি কোভিডের চেয়েও মারাত্মক হতে পারে বলে মত প্রকাশ করেছেন খোদ চিনের গবেষকরাই।
বিশ্বব্যাপী কোভিডের সংক্রমণ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের অতিমারি ও মৃত্যুমিছিল থেকে বিশ্বকে বাঁচাতে গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়েই এই নতুন ভাইরাসগুলির সন্ধান পান। তাঁরা হাইনানের ইঁদুর থেকে প্রায় ৭০০টি নমুনা নিয়েছিলেন। তাতে আটটি নতুন ভাইরাস খুঁজে পাওয়া গিয়েছে। ভাইরাসগুলির মধ্যে একটি সার্স কভ-২ পরিবারেরই অন্তর্গত, যে ভাইরাসটি কোভিড-১৯ সৃষ্টি করার নেপথ্যে ছিল বলে দাবি গবেষকদের। নয়া অনুসন্ধানের ফলাফল ভাইরোলজিকা সিনিকা জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়। বিজ্ঞানীরা ভাইরাসগুলির উপর আরও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে দেখতে চাইছেন মানুষের উপর তাদের প্রভাব কত সুদূরপ্রসারী হতে পারে।