সংবাদদাতা, হুগলি : বিজয়ার পর সাধারণত শোভাযাত্রা করে গঙ্গায় প্রতিমা নিরঞ্জন (Immersion) হয়ে থাকে। কিন্তু এবার এক অভিনব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের (Immersion) উদ্যোগ নিল শ্রীরামপুর নেতাজি মোড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি। গঙ্গায় না গিয়ে প্রতিমায় হোস পাইপের মাধ্যমে জল ঢেলে নিরঞ্জন পর্ব সারা হল এখানে। পুজো কমিটির সভাপতি তথা সিআইসি মেম্বার পিন্টু নাগ বলেন, গঙ্গায় দূষণ রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুর্তিতে ব্যবহার করা রাসায়নিক রং এবং নানা রকমের রঙিন কাপড় থেকে বিষাক্ত রং যাতে সরাসরি গঙ্গায় না যেতে পারে, তার জন্য এই ব্যবস্থা। আগামী বছরগুলিতে শ্রীরামপুর শহরের অন্যান্য পুজাে কমিটিগুলিকে এই পদ্ধতিতে বিসর্জন করতে আহ্বান জানান তিনি। পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, ঐতিহ্য অনেক কিছু আছে, মানুষের ভক্তি অন্তরে থাকে। মা গঙ্গাকে দূষণ থেকে রোধ করে আমরা মণ্ডপেই ঠাকুরকে হোস পাইপ দিয়ে বিসর্জন দেব। আগে অনেক পুজোয় বলি হত। কিন্তু এখন বলি বন্ধ হয়ে গিয়েছে। তেমনই বিসর্জনেও এই নয়া রীতি চালু হবে। তাহলে গঙ্গার দূষণও কমবে, পরিবেশও রক্ষা পাবে।
আরও পড়ুন- ধনধান্য অডিটোরিয়ামের বাস্তুকার ও কারিগরদের সংবর্ধনা দেবে রাজ্য