টেটের নমুনা প্রশ্ন প্রকাশ পর্ষদের

Must read

প্রতিবেদন : প্রাথমিকে টেটের (TET) নমুনা প্রশ্ন এবং বিষয়ভিত্তিক পাঠ্যক্রম প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের জন্যও জারি করা হয়েছে কঠোর নিয়ম-কানুন। সামনের ১০ ডিসেম্বর টিচার্স এলিজিবিটি টেস্ট (TET)। প্রাথমিকে শিক্ষক নিয়োগে যোগ্যতামান নির্ণায়ক পরীক্ষা। এই পরীক্ষাকে সামনে রেখেই গতবারের মতোই পর্ষদ জানিয়ে দিল কত নম্বরের প্রশ্ন আসবে, কেমন হবে প্রশ্নপত্রের ধরন এবং বিষয়ভিত্তিক পাঠক্রম। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫টি বিষয়ে মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। অর্থাৎ প্রতিটি বিষয়ে থাকছে ৩০ নম্বরের প্রশ্ন। সবটাই এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রতিটি বিষয়ে প্রশ্নের সংখ্যা ৩০। প্রশ্নপিছু ১ নম্বর। তবে উত্তর ভুল দিলে কোনও নম্বর কাটা হবে না। মোট আড়াই ঘণ্টার পরীক্ষা, বেলা ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত। প্রথম এবং দ্বিতীয় ভাষা ছাড়া সব বিষয়েই প্রশ্ন হবে বাংলা এবং ইংরেজিতে। পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার্থীদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে নিয়মাবলি। রোল নম্বর অনুযায়ী নির্ধারিত আসন বা পরীক্ষার হল বদল করলে কড়া পদক্ষেপ করা হবে। বাতিল করা হবে প্রার্থীপদ। অ্যাডমিট কার্ড দেখিয়ে পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষা শুরুর পরে কোনও অবস্থাতেই প্রবেশ করতে দেওয়া হবে না কেন্দ্রে। সবমিলিয়ে টেটের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

আরও পড়ুন- গঙ্গাদূষণ রুখতে উদ্যোগ, মণ্ডপেই অভিনব কায়দায় বিসর্জন

Latest article