হরকালী প্রতিহার (Harikali Pratiher) বাঁকুড়া জেলার কোতুলপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির (BJP) একজন ভারতীয় রাজনীতিবিদ। ২০২১ সালে তিনি কোতুলপুর বিধানসভা কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন। লোকসভা ভোটের আগে কিছুটা হলেও শক্তি বাড়ল তৃণমূল কংগ্রেসের। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার।
আরও পড়ুন-প্রয়াত হাংরি আন্দোলনের জনক মলয় রায়চৌধুরী
এই পদক্ষেপ জনগণের সেবা করার এবং মা, মাটি মানুষের অটল আদর্শকে শক্তিশালী করার জন্য একটি দৃঢ় অঙ্গীকার প্রতিফলিত করে। তৃণমূল কংগ্রেস পরিবারে আন্তরিকভাবে তাঁকে স্বাগত জানানো হয়েছে। এদিন বাংলার উন্নতির জন্য অক্লান্তভাবে, হাতে হাতে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। হরকালী প্রতিহারকে নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। তিনি অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন বলেও খবর। আজ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর তৃণমূলে যোগদান করার বিষয়টি জানান।
আরও পড়ুন-২ বছরের মধ্যে ভারতের ভূগর্ভস্থ জলের স্তর পৌঁছবে তলানিতে, জানালো রাষ্ট্রসংঘ
হরকালী প্রতিহার এই বিষয়ে জানান, ‘বাংলার মানুষের জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের জোয়ার এনেছেন, সেই উন্নয়নে শামিল হতে চেয়েছিলাম আমি। বাংলার মানুষকে কেন্দ্রের সরকার নানাভাবে বঞ্চিত করছে। ১০০ দিনের টাকা, আবাসের টাকা থেকে বঞ্চনা করছে। তার প্রতিবাদ জানিয়েই আজ তৃণমূলে যোগ দিলাম।’