‘আইপিসি বদলের নামে আরও ভয়ঙ্কর আইন আনার চেষ্টা করছে মোদি সরকার’ অভিযোগ মমতার

সম্প্রতি আইপিসি বদলে ন্যায়সংহিতা চালুর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এ দিন তারও বিরোধিতা করেন বাংলার মুখ্যমন্ত্রী।

Must read

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, বিচারপতিদের বিজেপি নিয়ন্ত্রণ করতে পারে না, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও পদ পান না। একই সঙ্গে তৃণমূল সভানেত্রীর মতে, আইপিসি বদলের নামে আরও ভয়ঙ্কর আইন আনার চেষ্টা করছে মোদি সরকার।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেস শিবিরে যোগ দিলেন কোতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিচারব্যবস্থার উপর চাপ তৈরি করে গেরুয়া শিবির। সরাসরি বিজেপি কার্যালয় থেকে নির্দেশ আসে নিম্ন আদালতে। বিচারবিভাগের প্রতি সম্মান জানিয়েও মমতা বলেন, “বিচারবিভাগকে সম্মান করি। সুপ্রিম কোর্ট (Supreme Court) নিয়ে কিছু বলব না। কিন্তু লোয়ার কোর্ট, সেখানে বিজেপির সদর দফতর থেকে নির্দেশ আসছে। সেখান থেকে ড্রাফটিং আসে। আর বললেই বিজেপি বলে, ‘আমরা তো কিছু করিনি। আদালত বলেছে’।” এরপর এই বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ওদের কথা না শুনলে সরিয়ে দেবে। চিফ জাস্টিস হতে চাইলে ৭৫ দিন নষ্ট করে দেবে।”

আরও পড়ুন-প্রয়াত হাংরি আন্দোলনের জনক মলয় রায়চৌধুরী

প্রধান বিচারপতি ও পুলিশ আধিকারিকদের আঞ্চলিক ভাষা জানার বিষয় নিয়ে এদিন মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন, “কোনও এলাকায় কেউ পুলিশে কাজ করে। তাঁকে তো স্থানীয় ভাষা জানতে হবে। চিফ জাস্টিসের সার্ভিসে অন্তত আঞ্চলিক ভাষা জানার লোক পাঠান। সেটা পাঠাবে না। যারা আঞ্চলিক ভাষা জানবেন, তাঁদের সরিয়ে দেবে। সুপ্রিম কোর্টের কথা বলছি না।” উদাহরণ দিয়ে তিনি বলেন, যোগ্য মানুষ প্রধান বিচারপতি হতে পারছেন না। অপেক্ষা করতে করতে মৃত্যু পর্যন্ত হয়েছে। এটা অত্যন্ত বেদনাদায়ক।

আরও পড়ুন-‘কাল সকালের মধ্যে ওই নাম সরিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না লিখলে ওখানে আন্দোলন হবে’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

সম্প্রতি আইপিসি বদলে ন্যায়সংহিতা চালুর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এ দিন তারও বিরোধিতা করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আইপিসি বদলানোর নামে তিনটে আরও ভয়ঙ্কর আইন আনছে। মুখ্যমন্ত্রীর কথায়, “ভুলে যেও না আজ তোমরা ক্ষমতায় আছ। আগামী দিনে অন্য কেউ আসবে। আগামী প্রজন্মের জন্য আমরা শুধু ভুলের পাহাড় রেখে যেতে পারি না!”

Latest article