ফাঁসির সাজা কাতারে ভারতীয় নৌসেনার ৮ প্রাক্তন কর্মীর, বিস্তারিত রায়ের অপেক্ষায় ভারত

কাতারের এক আদালত ভারতীয় নৌসেনার আট প্রাক্তন কর্মীকে মৃত্যুদণ্ড দিল। এই আটজনই আল দাহরা বা দাহরা গ্লোবাল সংস্থায় কাজ করতেন।

Must read

কাতারে (Qatar) ভারতীয় নৌসেনার (Indian Navy) ৮ জন কর্মীর গ্রেফতারি ও সাজা ঘোষণা নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই সাজা ভারতকে ‘হতবাক’ করেছে। দিল্লি এই প্রসঙ্গে জানিয়েছে, সাজার পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে ভারত। বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করা হচ্ছে। সাজাপ্রাপ্ত নৌসেনার প্রাক্তন কর্মীদের সব রকম কনস্যুলার এবং আইনি সহায়তা দেওয়া হয়েছে।কাতারের কোর্ট ভারতীয় নৌসেনার এক অফিসার সহ ওই ৮ জনকে ফাঁসির সাজা শুনিয়েছে।

আরও পড়ুন-‘আইপিসি বদলের নামে আরও ভয়ঙ্কর আইন আনার চেষ্টা করছে মোদি সরকার’ অভিযোগ মমতার

কাতারের এক আদালত ভারতীয় নৌসেনার আট প্রাক্তন কর্মীকে মৃত্যুদণ্ড দিল। এই আটজনই আল দাহরা বা দাহরা গ্লোবাল সংস্থায় কাজ করতেন। সংস্থাটি কাতারের প্রতিরক্ষা বাহিনীর স্থানীয় ব্যবসায়িক অংশীদার। বর্তমানে সংস্থাটি নিষ্ক্রিয় হয়ে রয়েছে। ২০২২ সালের অগস্টে ভারতীয় নৌসেনার এই প্রাক্তন কর্মীদের হেফাজতে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেস শিবিরে যোগ দিলেন কোতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক

বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে, আজ কাতারের ফার্স্ট ইনস্ট্যান্ট আদালত এক মামলায় রায় দিয়েছে, যার সঙ্গে আল দাহরা সংস্থার ৮ ভারতীয় কর্মচারী জড়িত ছিলেন। তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং বিস্তারিত রায়ের জন্য অপেক্ষা করছি। আমরা তাঁদের পরিবারের সদস্যদের এবং আইনি দলের সঙ্গে যোগাযোগ করছি। আমরা সমস্ত আইনি বিকল্পগুলি নিয়ে চিন্তা করছি। আমরা তাদের সমস্ত কনস্যুলার এবং আইনি সহায়তা দিয়ে যাব। আমরা কাতারি কর্তৃপক্ষের সঙ্গে এই রায় নিয়ে আলোচনা করব। মামলার গোপনীয়তার কারণে, আমাদের পক্ষে আর কিছু জানানো সম্ভব নয়।’

Latest article