সংবাদদাতা, বোলপুর : স্বল্প সময় হাতে নিয়ে বোলপুর মেতে উঠল আলোর বেণুর সুরের মূর্ছনায়। দুর্গোৎসবের পরেও আরেক দুর্গোৎসব কার্নিভাল। বোলপুর জামবুনি বাসস্ট্যান্ড থেকে ট্যুরিস্ট লজ মোড় পর্যন্ত বোলপুরের ১৬টি দুর্গাপুজো কমিটি এই উৎসবে অংশগ্রহণ করে। উৎসবের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে মহা-উচ্ছ্বাস, মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ বহরমপুর
বোলপুরে তার সূচনাকালে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুর পুরপ্রধান পর্ণা ঘোষ। উৎসবের সূচনাকালে মন্ত্রী বলেন, এবছর খুব স্বল্প সময়ের মধ্যে সব কিছু হয়েছে। এবারের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে আরও ভাল কার্নিভাল হবে সামনের বছরে। এদিন প্রভাত সারণির আলপনা দেওয়া রাস্তায় মহিলারা শঙ্খধ্বনির মধ্য দিয়ে কার্নিভালের সূচনা করেন। মায়ের প্রতিমা, বড় বড় ট্যাবলো, শকট সহ রাস্তায় এক এক করে আদিবাসী নৃত্য, ঢাকঢোল, রায়বেঁশে-সহ বিভিন্ন লোকশিল্পীর অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে বোলপুর শহর। রাস্তার দুইধারে ব্যারিকেডের বাইরে তখন কাতারে-কাতারে মানুষ উপভোগ করছেন এই অভিনব কার্নিভাল।